Indian History GK in Bengali language - ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর pdf.

Indian History GK in Bengali language - ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর pdf.

Indian History GK in Bengali language - ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর pdf.
আজকে আমরা Share করছি Indian history gk in Bengali language এর একটি Practice Set যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাদর প্রস্তুতি নিতে সাহায্য করবে। আর এই history mcq Bengali version টির PDF download link নিচে দেওয়া আছে। তাই offline এ পড়ার জন্য Indian history gk in Bengali language pdf টি download করে নিন।

history objective question in Bengali Practice Set - 5.

1. কোন ঘটনার জন্য চোলরা বিখ্যাত ছিল ?
(a) গ্রাম সভা।
(b) রাষ্ট্রকূটদের সঙ্গে যুদ্ধ।
(c) সিংহলের সঙ্গে বাণিজ্য।
(d) তামিল সংস্কৃতির উদ্ভব।

2. মহম্মদ বিন কাশিম কত সালে সিন্ধু জয় করেন ?
(a) 721
(b) 715
(c) 718
(d) 712

3. ''জাবতি'' ভূমি ব্যবস্থা প্রচলন হয় কার আমলে ?
(a) আলাউদ্দিন খলজি।
(b) শেরশাহ।
(c) আকবর।
(d) শাহজাহান।

4. বাংলার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?
(a) উইলিয়াম জোনস।
(b) উইলিয়াম বেন্টিঙ্ক।
(c) উইলিয়াম ব্রাউন।
(d) উইলিয়াম কোলভিল।

5. ''স্বরাজ'' কথাটি বলতে দাদাভাই নৌরজি বুঝিয়েছেন -
(a) অর্থনৈতিক স্বাধীনতা।
(b) স্বয়াত্ত শাসন।
(c) রাজনৈতিক শাসন।
(d) সম্পূর্ণ স্বাধীনতা।

6.''গীতগোবিবন্দ'' কোন ভাষায় রচিত ?
(a) বাংলা।
(b) সংস্কৃত।
(c) মৈথিলী।
(d) আপভ্ৰংশ।

7. দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লি নিয়ে আসেন ?
(a) আলাউদ্দিন খলজি।
(b) ইলতুৎমিস।
(c) মহম্মদ বিন তুঘলক।
(d) ফিরোজ শাহ।

8. বেদের অপর নাম কি ?
(a) পুরান।
(b) উপনিষদ।
(c) শ্রুতি।
(d)  জাতক।

9. প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিল ?
(a) কনৌজ।
(b) পাটলিপুত্র।
(c) রাজগৃহ।
(d)  মগধ।

10. কোন রাজাদের সময় ভারতে সবচেয়ে বেশি স্বর্ণ মুদ্রা ও তাম্র মুদ্রা ব্যবহৃত হয়েছিল ?
(a) মৈর্য।
(b) গুপ্ত।
(c) কুষাণ।
(d) মোঘল।

Download Link : Indian history gk in Bengali language pdf. click here.

উত্তরগুলি :
1. (a) গ্রাম সভা।, 2. (d) 712, 3. (c) আকবর।, 4. (a) উইলিয়াম জোনস।, 5. (b) স্বয়াত্ত শাসন। , 6. (b) সংস্কৃত।, 7.  (d) ফিরোজ শাহ।,  8. (c) শ্রুতি। , 9. (a) কনৌজ। , 10. (d) মোঘল।

Post a Comment

Previous Post Next Post