Bengali GK Capsule Part - 2 | বাংলা জি কে পর্ব - ২

Bengali GK Capsule Part - 2 | বাংলা জি কে পর্ব - ২

Bengali GK Capsule Part - 2 | বাংলা জি কে পর্ব - ২

∎ কোন বছর প্লুটো আবিষ্কৃত হয়েছিল ?
উত্তরঃ ১৯৮৩ সালে। 

∎ যে ভারতীয় রাজ্যের সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে সেটি হল - 
উত্তরঃ হরিয়ানা। 
 
∎ কি নিয়ে দিলীপ ট্রফি প্রতিযোগিতা হয় - 
উত্তরঃ অঞ্চলের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা। 
 
∎ ধাতুর পরমাণু কি চায় - 
উত্তরঃ ইলেক্ট্রন ছাড়তে চায়। 

∎ আরাবল্লীর সর্বোচ্চে শিখর হল - 
উত্তরঃ গুরুশিখর। 

∎ WHO এর সদর দফতর কোথায় অবস্থিত ?
উত্তরঃ জেনিভা শহরে। 

∎ পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কী ?
উত্তরঃ হামিং বার্ড। 
 
∎ রাজস্থানের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে ?
উত্তরঃ ভরতপুর। 

∎ প্ৰথম কোন ভারতীয় ক্রিকেটার  আন্তর্জাতিক ম্যাচে শতরান করেন ?
উত্তরঃ কপিল দেব। 

∎ 'ফুগডি' কোন রাজ্যের লোকনৃত্য ?
উত্তরঃ গোয়া। 

∎ রৌদ্রের তাপমাত্রা নির্ণায়ক যন্ত্রটির নাম কী ?
উত্তরঃ ব্ল্যাক বাল্ব থার্মোমিটার।

Post a Comment

Previous Post Next Post