Bengali GK Capsule Part - 3 | বাংলা জি কে পর্ব - ৩

Bengali GK Capsule Part - 3 | বাংলা জি কে পর্ব - ৩

 Bengali GK Capsule Part - 3 | বাংলা জি কে পর্ব -  ৩। 

হ্যালো বন্ধুরা, 
        আজকে আমরা শেয়ার করছি ১০ টি Bengali GK যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুত নিতে সাহায্য করবে। আরও Bengali GK পড়তে চাইলে, Bengali GK পেজটি দেখতে পারো। 

∎ বজ্রপাতের দেশ নাম পরিচিত হল ⇒
উত্তরঃ ভুটান। 

∎ বিশ্বের বৃহত্তম মাংসাশী প্রাণীর নাম হল ⇒ 
উত্তরঃ অস্ট্রেলিয়ান ভালুক। 

∎ চোখ বাঁধা মহিলার হাতে তুলাদন্ড তাৎপর্য বহন করে ⇒
উত্তরঃ ন্যায় বিচারের প্রতীক। 

∎ পাকিস্তানের জাতীয় প্রতীক হল ⇒ 
উত্তরঃ ক্রিসেন্ট। 

∎ নিউজিল্যান্ডের জাতীয় পশু হল ⇒ 
উত্তরঃ কিউয়ি। 

∎ উৎপল দত্ত কোন জগতের সুবিখ্যাত ⇒ 
উত্তরঃ নাটক। 

∎ পন্ডিত ''রবিশঙ্কর'' জড়িত ছিলেন ⇒ 
উত্তরঃ সেতার বাদক। 

∎ প্রথম হকি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ⇒
উত্তরঃ ১৯৭১ সালে, বার্সেলোনায়। 

∎ মহাভারত রচনা করেন ⇒
উত্তরঃ বেদব্যাস। 

∎ চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন ⇒ 
উত্তরঃ ইতালির। 

Post a Comment

Previous Post Next Post