List of important Boundary Lines (গুরুত্বপূর্ণ সীমানা রেখার তালিকা) PDF Download.

List of important Boundary Lines (গুরুত্বপূর্ণ সীমানা রেখার তালিকা) PDF Download.

List of important Boundary Lines (General Knowledge) PDF Download for all type competitive examination. Geography general knowledge List of important Boundary Lines.


যে রেখা দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারিত করে তাকে দুটি দেশের সীমান্ত রেখা বলা হয়ে থাকে। অনেক সময় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্ন হিসাবে আন্তর্জাতিক বা জাতীয় সীমানা রেখা সম্পর্কে এলোমেলোভাবে প্রশ্ন করা হয়ে থাকে। ভারতবর্ষের কয়েকটি গুরুত্বপূর্ন সীমান্তরেখার তালিকা নিচে দেওয়া হল। এই সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তরগুলি PDF টি ডাউনলোড করার জন্য নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন।



প্রশ্নঃ ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

উত্তরঃ - ভারত ও আফগানিস্তানের মধ্যে, এটি স্যার মর্টিমার ডুরান্ড 1896 সালে আঁকেন।

প্রশ্নঃ র‌্যাডক্লিফ লাইন কে , কবে ও কোন দুটি দেশের সীমান্তরেখায় টানা হয়েছে ?

উত্তরঃ - স্যার সিরিল র‌্যাডক্লিফ 1947 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আঁকেন।

প্রশ্নঃ 9 ডিগ্রী চ্যানেল সীমান্তরেখাটি কোথায় আছে ?

উত্তরঃ - লাক্ষাদ্বীপ ও মিনিকয়।

প্রশ্নঃ ডানকান প্যাসেজ সীমান্তরেখাটি টানা হয়েছে কোথায় ? 

উত্তরঃ - বড় ও ছোট আন্দামান।

প্রশ্নঃ 24 তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

উত্তরঃ - ভারত ও পাকিস্তানের মধ্যে। অবশ্য ভারত দ্বারা এটি স্বীকৃত নয়।

প্রশ্নঃ 10 ডিগ্রী চ্যানেল সীমান্ত রেখাটি কোথায় অবস্থিত ?

উত্তরঃ - আন্দামান ও নিকোবর।

প্রশ্নঃ ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে আছে ?

উত্তরঃ - ভারত ও চীনের মধ্যে। স্যার হেনরি ম্যাকমোহন ম্যাকমোহন 1962 সালে এটি আঁকেন।

প্রশ্নঃ 8 ডিগ্রী চ্যানেল সীমান্তরেখাটি কোথায় টানা হয়েছে ?

 উত্তরঃ - মিনিকয় দ্বীপ ও মালদ্বীপ।

প্রশ্নঃ গ্রেট চ্যানেলটি কোথায় আছে ?

উত্তরঃ -  আন্দামান, নিকোবর ও সুমাত্রা।

প্রশ্নঃ সমব্রেরো চ্যানেল ভারতের কোন দুটি দ্বীপের মধ্যে আছে ?

উত্তরঃ - আন্দামান ও নিকোবর দ্বীপপূঞ্জে।

প্রশ্নঃ লাইন অব কন্ট্রোল সীমান্তরেখাটি কোথায় টানা হয়েছে ?

উত্তরঃ - ভারত ও পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে।

PDF download link - Name of important Boundary Lines

Post a Comment

Previous Post Next Post