Mathematics

Mathematics

      প্রতিযোগিতামূলক পরীক্ষায় Maths একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়।  রাজ্যসরকার বা কেন্দ্রীয়সরকারের বিভিন্ন প্রতিযোতামূলক পরীক্ষায় যে ধরনের Math এসে থাকে তার সিলেবাস অনুযায়ী Math quiz গুলি তৈরী করা হয়েছে। এখানে প্রচুর পরিমানে Math shortcut tricks in Bengali pdf  রয়েছে। একজন পরীক্ষার্থী এই Bengali math practice set pdf /Bengali Math Question and answer pdf গুলি অভ্যাস করে নিজেকে প্রস্তুত করে নিতে পারবে।

14 Comments

  1. একটি টিভি প্রস্তুতকারক একটি রঙিন টিভি ৫৭৫০ টাকায় বিক্রি করে ২৫ শতাংশ লাভ করে। যদি টিভির উৎপাদন ব্যায় ১৫ শতাংশ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পায় এবং বিক্রয়মূল্য 20 শতাংশ বৃদ্ধি করা হয়, তবে মোট কত টাকা লাভ হবে ?

    ReplyDelete
  2. কোন সংখ্যা কে ৩/১০ দিয়ে গুন করলে গুনফল মুল সংখ্যা থেকে ২১ কম হয়

    ReplyDelete
  3. 200 টাকাকে এমন দুটি ভাগে ভাগ করো যাতে তাদের অন্তরফল 75.50 টাকা হয়

    ReplyDelete