লসাগু ও গসাগু অঙ্ক সমাধান || LCM and HCF in Bengali Math

লসাগু ও গসাগু অঙ্ক সমাধান || LCM and HCF in Bengali Math

লসাগু ও গসাগু অঙ্ক সমাধান || LCM and HCF in Bengali  Math 

1.কোন একটি ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 24 এবং 36 দিয়ে ভাগ করলে 6, 14 এবং 26 ভাগশেষ থাকে । সাংখ্যটি কত ?  

(a) 130 

(b) 132 

(c) 134

(d) 128 
 

সমাধানঃ (c) 

16, 24 এবং 36 এদের লসাগু = 144 

144 – 10 = 134 

2. কোন পাঁচঅঙ্কের বৃহত্তম সংখ্যাকে 3, 5, 8 এবং 12 দিয়ে ভাগ করলে প্রতিক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে ?

(a) 99999

(b) 99958

(c) 99965

(d) 99960 

সমাধানঃ (c) 

3, 5, 8, 12 এর লসাগু = 120 

পাঁচঅঙ্কের বৃহত্তম সংখ্যা = 99999 

99999 ÷ 120 = 833 × 120 + 39 

(99999 – 39) + 5 = 99965 


3. 5834 সংখ্যাটি থেকে কোন বৃহত্তম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি 20, 28, 32 এবং 35 দিয়ে সম্পূর্ণ রুপে ভাগ করা যাবে ? 

(a)  1120

(b)  4714

(c)  5200

(d) 5600

সমাধানঃ (a)

20, 28, 32, 35 এর লসাগু = 1120

5834 – 1120 = 4714 

4. নুন্যতম কতজন ছাত্রকে 10, 15 বা 25 টি সমান লাইনে পূর্ণবর্গাকারে সাজানো যেতে পারে ? 

(a) 150

(b) 300 

(c) 900

(d) 1000 

সমাধানঃ (c)

10, 5, 25 এর লসাগু = 2 × 3 × 5 × 5 

= 22 × 32 × 52 = 900

5. দুটি সংখ্যার লসাগু ও তাদের গসাগুর 12 গুন । গসাগু ও লসাগুর সমষ্টি 403  । যদি একটি সংখ্যা 93 হয় তবে অন্য সংখ্যাটি কত ?  

(a) 124 

(b) 128 

(c) 134

(d) 138 

সমাধানঃ (a)

ধরি গসাগু = a এবং লসাগু = 12a 

অন্যসংখ্যাটি = (31×12×31)/63=124

➥ Math mcq in Bengali practice - ক্লিক করুন। 

➥ চাকরির পরীক্ষার জন্য গণিত পেজটি দেখুন - ক্লিক করুন 

Post a Comment

Previous Post Next Post