Average Math in Bengali pdf || গড় অংক করার নিয়ম

Average Math in Bengali pdf || গড় অংক করার নিয়ম

 হ্যালো বন্ধুরা,
        আজকে আমরা শেয়ার করব Average patigonit math in bengali pdf টি । নীচে গড় অংক নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতিগুলি বিস্তারিত ভাবে আলোচনা কর হল । এই গড় অঙ্কের সমাধান গুলি বিস্তারিত ভাবে pdf টিতে করা আছে । তাই সমাধান গুলি দেখার জন্য pdf টি Download করুন । 



গড় অঙ্ক কী বা কাকে বলে ? 

একই জাতীয় কয়েকটি রাশির সমষ্টি ও রাশিগুলির সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে সেই সংখ্যা গুলির গড় (Average) বলে । 

গাণিতিক গড় নির্ণয়ের সূত্র কি || সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র



     

গড় নির্ণয়ের অংক – 

1. 7 টি জারে চকলেট রয়েছে যথাক্রমে 14, 21, 28, 35, 42, 49, 56 টি করে । 7 টি জারের চকলেটের সংখ্যার গড় কত ? 


2.  5 জন ব্যক্তির গড় বয়স 95 বছর । তাদের মধ্য 3 জনের বয়স যথাক্রমে 12 বছর, 15 বছর ও 16 বছর । বাকি 2 জনের গড় বয়স কত ? 


3. প্রথম 10 টি স্বাভাবিক  সংখ্যার গড় 5.5 হলে । প্রথম 11 টি সংখ্যার গড় কত ? 


4. x, y, z এর মধ্যে x ও y এর গড় বয়স 30 বছর y ও z এর গড় বয়স 50 বছর এবং x ও z এর গড় বয়স 40 বছর হলে x, y ও z এদের বয়স কত বছর করে ? 

5.  9 টি সংখ্যার গড় 11 । প্রথম 5 টি সংখ্যার গড় 9 এবং শেষ 5 টি সংখ্যার গড় 12 হলে পঞ্চম সংখ্যাটি কত হবে ? 


6. একটি ক্লাবের 30 জন সদস্যর গড় উচ্চতা 165 সেমি ।  3 জন নতুন সদাস্য যোগদান করায় বাকি সদস্যদের গড় উচ্চতা 3 সেমি হ্রাস পায় । নতুন সদস্যদের গড় উচ্চতা কত হবে ? 


7.  20 টি সংখ্যার গড় 66 । প্রতিটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে নতুন সংখ্যা গুলির গড় কত হবে ?  

8.   প্রথম 5 টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত হবে ? 

9.  প্রথম 5 টি সংখ্যার মধ্যে প্রথম 4 টি সংখ্যার গড় 10 এবং শেষ 4 টি সংখ্যার গড় 11 । যদি শেষ সংখ্যাটি 15 হয় তবে প্রথম সংখ্যাটি কত ?

10.  7 জনের গড় বয়স 3 বছর বৃদ্ধি পায়, যখন 16 বছর বয়সের অন্য একজনকে নেওয়া হয় । তবে নতুন ব্যাক্তির বয়স কত বছর হবে ? 

11. A, B ও C এর গড় বয়স হল B , C ও D এর গড় বয়সের থেকে 5 বছর কম । D এর বয়স 25 বছর হলে A এর বয়স কত ? 

12. প্রথম 15 টি বিজোড় সংখ্যার গড় কত ? 

13. প্রথম 11 টি জোড় সংখ্যার গড় কত ?

14. প্রথম 11 টি জোড় সংখ্যার বর্গের গড় কত ?

15. প্রথম 21 টি প্রকৃত সংখ্যার গড় কত ? 

16. পরপর 5 টি জোড় সংখ্যার গড় 8 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত ? 

17. পরপর 8 টি বিজোড় সংখ্যার গড় 10 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত ? 

18. 8 টি সংখ্যার গড় 10  ।  যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুন করে যোগ করা হয় তবে নতুন 8 টি সংখ্যার গড় কত হবে  
?   

গড় নির্ণয়ের অংক ম্যাথ সমাধান - 


 

গড় অংক প্রশ্ন নিজে করি – 

1. a, b, c, d, e হল পরপর পাঁচটি বিজোড় সংখ্যা । তাদের গড় হল -                 WBCS 2015 Main
a) 5(a+4)
b) abcde/5
c) 5(a + b + c + d + e) 
d) কোনটিই নয় 
Answer : - d

2. 5 টি সংখ্যার গড় 18  । একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16 । বাদ দেওয়া সংখ্যাটি –   WBCS 2015 Main
a) 25
b) 26
c) 27
d) 30
Answer : - b

3. দুটি সংখ্যার গড় xy । একটি সংখ্যা x হলে, অপর সংখ্যা –                    WBCS 2015 Main
a) x/2
b) y
c) 2xy - x
d) x(y – 1) 
 Answer : - c

PDF Details:
PDF Name : - গড় অংক করার নিয়ম 
PDF Size : - 540 KB
PDF Language : - Bengali 
PDF Page No : - 4  
PDF Download Link : - Click here to download pdf.

➥ Math mcq in Bengali practice - ক্লিক করুন। 

➥ চাকরির পরীক্ষার জন্য গণিত পেজটি দেখুন - ক্লিক করুন 

Post a Comment

Previous Post Next Post