পাটিগণিত ব্যবহৃত বিভিন্ন চিহ্ন ও তাদের অর্থ // List Of Math Symbols & Their Meaning - mymathslz.
- + যোগ চিহ্ন।
- - বিয়োগ চিহ্ন।
- ✖️ গুনিত চিহ্ন।
- ÷ ভাগ চিহ্ন।
- (.) গুন্ চিহ্ন; x.y এর অর্থ x ও y এর গুনফল।
- = সমতার চিহ্ন; এখানে x = y এর অর্থ x ও y উভয়েই সমান।
- > Greater than; x>y এর অর্থ y অপেক্ষা x বৃহত্তর।
- < Less than; x<y এর অর্থ y অপেক্ষা x ক্ষুদ্রতর।
- ∢ Not Less than; x∢y এর অর্থ y অপেক্ষা x ছোট নয়।
- ⊁Not Greater than; x⊁y এর অর্থ y অপেক্ষা x বড় নয়।
- : অনুপাত চিহ্ন।
- ≥ অসমতা; x ≥ y অর্থ x, y এর চেয়ে বড়ো বা সমান।
- ≤ অসমতা; x ≤ y অর্থ x, y এর চেয়ে ছোট বা সমান।
- ≠ অসমতার চিহ্ন; x≠ y এর অর্থ x ও y এর মান আলাদা।
- ≡ সর্বতোভাবে সমান; এখানে x ≡ y এর অর্থ x ও y অভিন্ন।
- ≅ সর্বসমতার চিহ্ন; এখানে x ≅ y এর অর্থ x ও y সর্বসম।
- √ বর্গমূল চিহ্ন;√a এর অর্থ a এর বর্গমূল।
- :: সমানুপাতে চিহ্ন; a:b :: c:d এর অর্থ হল ad = bc.
- 〜 অন্তর চিহ্ন; x〜y এর অর্থ x ও y এদের মধ্যে যেটি বৃহত্তর তা হইতে ক্ষুদ্রতরটির অন্তর ফল।
- % শতকরা চিহ্ন।
- [ ] গুরুবন্ধনী।
- { } ধনুবন্ধনী।
- ( ) লঘুবন্ধনী।
- 一 রেখাবন্ধনী।
Tags:
Arithmetic