Math practice set - 4 pdf in bengali - mymathslz
প্রিয় ছাত্রছাত্রী,
আমরা প্রতিদিনের মতো আজকেও চাকরির গণিত সমাধান PDF টি শেয়ার করছি। চাকরির পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য যে সব পরীক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে প্রস্তুতি নিতে চান তারা সঠিক জায়গায় এসেছেন। আমরা এখানে প্রতিদিন 10 টি করে অংক প্রশ্ন দেওয়া হয়। এখানে আপনি প্রতিদিন চাকরির পরীক্ষায় প্রস্তুত নেওয়ার জন্য প্রতিদিন প্রচুর গণিত অভ্যাস করতে পারবেন। চাকরিরি গণিত সমাধান PDF টি নিচের দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করেনিন।
কয়েকটি নমুনা পাটিগণিতের (Arithmetic) অংক প্রশ্ন ও উত্তর :
➩ কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 ও 1381 কে ভাগ করলে সর্বক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে ?
(a) 32 (b) 52 (c) 41 (d) 42
➩ 29791 এর ঘনমূল কত ?
(a) 41 (b) 21 (c) 51 (d) 31
➩ দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসগু-র 45 গুন এবং লসাগু ও গসাগু-র সমষ্টি 1150 । একটি সংখ্যা 125 হলে অপর সংখ্যাটি কত ?
(a) 215 (b) 225 (c) 235 (d) 210
➩ কোন একটি শহরে জনসংখ্যা প্রতিবছর 20% করে হ্রাস পায় । শহরটির বর্তমান জনসংখ্যা 25600 জন হলে 2 বছর পূর্বে ওই শহরটির জনসংখ্যা কত
ছিল ?
(a) 40000 (b) 48000 (c) 50000 (d) 42000
➩ কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45 ও 52 কে ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে – 2, 3 ও 4 ?
(a) 5 (b) 6 (c) 7 (d) 8 (d) 9
➩ এক ব্যক্তি 15 টি আপেল ক্রয় করে 12 টাকায় এবং 12 টি আপেল বিক্রি করে 15 টাকায় । তবে ওই ব্যক্তির কত টাকা লাভ/ক্ষতি হল ?
(a) 56.25% ক্ষতি (b) 56.25% লাভ (c) 56.75 ক্ষতি । (d) 56.75 লাভ ।
➩ একটি চোর দুপুর 1 টার সময় একটি গাড়ি চুরি করে ঘণ্টায় 45 কিমি গতিবেগে পালাতে শুরু করে । দুপুর 2 টোর সময় চুরির কথা প্রকাশ পেলে পুলিশ তৎক্ষণাৎ 54 কিমি/ঘণ্টা গতিবেগে চোরের পিছনে ধাওয়া করে । তবে পুলিশ চোরটিকে কটার সময় ধরবে ?
(a) সন্ধ্যা 7 টা (b) বিকেল 5 টা (c) বিকেল 3 টা (d) সন্ধ্যা 6 টা
File Details
File Name : Math practice set pdf in Bengali - 4.
File Size : 420 KB
File Format : PDF
File Name : Math practice set pdf in Bengali - 4.
File Size : 420 KB
File Format : PDF
Page No : 1
Download Link : Click Here To Download.
Tags:
Arithmetic