নমস্কার বন্ধুরা,
আজকে আমরা শেয়ার করব লাভ ক্ষতির অংক (mcq) সমাধান pdf টি । বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ধরনের লাভ ক্ষতির অংক গুলি বার বার আসতে থাকে । তাই কয়েকটি লাভ ক্ষতির অংক করার সহজ টেকনিক এর মাধ্যমে সমাধান করে দেখানো হল ।
- আরও বিষয় ভিত্তিক অংকের জন্য এখানে ক্লিক করুন - Click Here.
- Math Practice করার জন্য এখানে ক্লিক করুন - Click Here.
- লাভ ক্ষতি অংকের সূত্র পাটিগণিত - Click Here.
লাভ ক্ষতির অংক (MCQ) করার সহজ টেকনিক বা কৌশল ।
1. 100 টি পেন্সিল বিক্রি করে এক ব্যবসায়ী 20 টি পেন্সিলের বিক্রয়মূল্য লাভ করে । তার লাভের হার – WBCS
(Main) 2016
সমাধানঃ (a) 25%
ক্রয় = 80 টি পেন্সিল ।
20/80×100=25%
2. একটি দ্রব্যের লিখিত মুল্য ক্রয়মূল্যের 40% বেশি । কত ছাড় দিলে তার 12% লাভ হত ? SSC CGL Tier-I 2015
(a) 21% (b) 15% (c) 20% (d) 18%
সমাধানঃ (c ) 20%
ক্রয়মূল্য 100 টাকা হলে লিখিতমূল্য = 140 টাকা, বিক্রয়মূল্য = 112 টাকা ।
তাঁকে ছাড় দিতে হবে = (140 – 112) = 28 টাকা ।
ছাড় দিবে = 28/140×100=20%
3. পরপর যথাক্রমে 15%, 20% ও 25% ছাড়ের সমতুল্য হল - SSC CGL Tier-I 2016
(a) 48% (b) 49% (c) 50% (d) 51%
সমাধানঃ (b) 49%
-15-20+((-15)×(-20))/100
=-35+3=-32%
-32-25+((-32)×(-25))/100
=-57+8
=-49%
4. বিক্রয়মুল্যের উপর 20% লাভ হলে, ক্রয়মূল্যের ওপর লাভের হার কত ? SSC CGL Tier-I 2011
(a) 16 2/3% (b) 25% (c) 15% (d) 16 1/3%
সমাধানঃ (b) 25%
বিক্রয়মূল্য 100 টাকা হলে ক্রয়মূল্য হবে 80 টাকা ।
ক্রয়মূল্যের উপর লাভ হবে = 20/80×100=25%
5. 17% এর লাভ সহ সম্প্রীতি এক জোড়া জুতো 2,223 টাকায় বিক্রি করেছে । জুতোর ক্রয়মূল্য কী ছিল ? RRB Group D 2018, 01/10/2018
(a) 1,880 টাকা (b) 1,870 টাকা (c) 1,900 টাকা (d) 1,905 টাকা
সমাধানঃ (c) 1,900 টাকা
100/117×2223=100×19=1900
6. একটি খেলনা 1,125 টাকায় কিনে 16% ক্ষতিতে বিক্রয় করা হলো । খেলনাটির বিক্রয়মূল্য হল ? RRB Group D 2018, 01/10/2018
(a) 960 টাকা (b) 975 টাকা (c) 955 টাকা (d) 945 টাকা
সমাধানঃ (d) 945 টাকা
(100-16)/100×1125=84/100×1125=945
7. সুদের হার 5% থেকে কমে 4% হলে এক ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ 250 টাকা কমে যায় । ঐ ব্যক্তির জমা মূলধন কত ? WB SSC Group D 2017
(a) 22,500 টাকা (b) 25,000 টাকা (c) 20,000 টাকা (d) 25,500 টাকা
সমাধানঃ (b) 25,000 টাকা
(5% - 4%) = 1% = 250 টাকা ।
100% = 250 × 100 = 25,000 টাকা ।
8. 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য – WB SSC Group D 2017
(a) 2 টাকা (b) 7.20 টাকা (c) 0 টাকা (d) 18 টাক ।
সমাধানঃ (b) 7.20 টাকা
: . প্রথম ছাড় = 500×40/100=200 টাক ।
: . দ্বিতীয় ছাড় = -36-4+(36×4)/100=-40+1.44=38.56%
:.500×38.56/100=5×38.56=192.80 টাকা ।
(200 – 192.80) = 7.20 টাকা ।
লাভ ও ক্ষতির অঙ্ক নিজে সমাধান করি ।
1. 5 টাকায় 6 টি আপেল কিনে 6 টাকায় 5 টি আপেল বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
A) 28%
B) 38%
C) 44%
D) 42%
2. এক ব্যক্তি এক ডজন কলা 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রি করলে 5 টাকা বেশী লাভ করে । এক ডজন কলার ক্রয়মূল্য হবে ?
A) 100 টাকা
B) 50 টাকা
C) 115 টাকা
D) 80 টাকা
3. 10 টি ডিমের বিক্রয়মূল্য 12 টি ডিমের ক্রয়মূল্যের সমান হলে । শতকরা লাভ হবে -
A) 20%
B) 25%
C) 30%
D) 5%
4. ধার্যমূল্য 2/3 অংশ দামে একটি টেবিল বিক্রি করলে 10% ক্ষতি হয় । যদি টেবিলটি ধার্যমূল্যে বিক্রি করে তবে শতকরা কত লাভ হবে ?
A) 35%
B) 45%
C) 30%
D) 60 %
5. এক টাকায় 11 টি মার্বেল বিক্রি করলে 10% ক্ষতি হয় । তবে টাকায় কয়টি বিক্রি করতে হবে যাতে করে বিক্রেতার 10% লাভ হবে ?
A) 8 টি
B) 6 টি
C) 15 টি
D) 9 টি
উত্তরঃ
1. C) 44% , 2. B) 50 টাকা , 3. A) 20%, 4. A) 35%, 5. D) 9 টি
PDF Details:
PDF Name : - লাভ ও ক্ষতির অংক সমাধান PDF
PDF Size : - 560 KB
PDF Language : - Bengali
PDF Page No : - 3
Download - Click Here.
Tags:
Arithmetic