math mcq question in Bengali set 6 - অঙ্ক MCQ প্রশ্ন ও উত্তর

math mcq question in Bengali set 6 - অঙ্ক MCQ প্রশ্ন ও উত্তর

math mcq question in Bengali - অঙ্ক MCQ প্রশ্ন ও উত্তর। 

math question and answer practice set 6 in Bengali for all type competition examination. 

1. দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21: এদের বর্গের পার্থক্য কত ?
ক. 2835
খ. 8235
গ. 8235
ঘ. 2853

2.  একটি ট্রেন ও একটি মোটর বিপরীত দিকে যথাক্রমে 50 km/hr. এবং 0.5km/min গেলে তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে ?
ক. 55 km/hr.
খ. 50 km/hr.
গ. 80 km/hr.
ঘ. 20 km/hr.

3. 8,0,0,3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম 4 অংকের সংখ্যা দুটির পার্থক্য কত ?
ক. 7965
খ. 7920
গ. 7695
ঘ. 5292

4. একটি থলিতে 50 পয়সা এবং 25 পয়সার কিছু মুদ্রা আছে। মোট মুদ্রার সংখ্যা 70 এবং তাদের মান 27 টাকা 25 পয়সা। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত হবে ?
ক. 35
খ. 39
গ. 41
ঘ. 24

5. একজন মহিলার কাছে নিদৃষ্ট সংখ্যক আম রয়েছে যার মধ্যে 13 শতাংশ হচ্ছে খারাপ। অবশিষ্ট আমের 75 শতাংশ আম তিনি দান করলেন ও তারপরেও তার কাছে থেকে গেল 261 টি আম।  তাহলে মোট আমের সংখ্যা হচ্ছে -
ক. 900
খ. 1200
গ. 1000
ঘ. 1100

6. টিনা ও মিনার বয়সের অনুপাত হলো 4 : 3 28 8
ক. 4 : 3
খ. 12 : 11
গ. 7 : 4
ঘ. 6 : 5

7. একটি ট্রেন 10 মি/সেকেন্ড বেগে চলে ঐ বেগ হল -
ক. 30 কিমি/সেকেন্ড।
খ. 32 কিমি/সেকেন্ড।
গ. 36 কিমি/সেকেন্ড।
ঘ. 45 কিমি/সেকেন্ড।

8. একটি পরীক্ষায় প্রথম ছাত্র দ্বিতীয় ছাত্র অপেক্ষা 12 নম্বর বেশি পেয়েছে। প্রথম ছাত্রের নম্বর দ্বিতীয় ছাত্রের গুন হলে, দুজনের মোট নম্বর হল -
ক. 65
খ. 108
গ. 102
ঘ. 100

9. পিত ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 10 : 3,  3 বছর পরে ঐ অনুপাত 3 : 1 হবে।  বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত ?
ক. 70, 21
খ. 50, 15
গ. 40, 12
ঘ. 60, 18

10. জল জমে বরফ হলে এর আয়তন বেড়ে 8% হলে বরফ গলে জল হলে এর আয়তন কত কমবে ?
ক. 200/27 %
খ. 12 %
গ. 122/11 %
ঘ. 7%

Mathematics practice set - click here. 
Gk in Bengali question and answer - click here.

Answer:
1. ক
2. গ
3.
4. খ
5. খ
6. ঘ
7. ক
8. খ
9. ঘ
10. ক

Post a Comment

Previous Post Next Post