Math Practice Set - 1

Math Practice Set - 1

Mathematics 
Math quiz set - 1.

Mathematics question answer for all type competitive examination(SSC, PSC, Railway Recruitment, WBCS and all other regional recruitment)

1. A, B ও C একটি কাজ একা একা কাজ করে যথাক্রমে 10, 12 ও 15 দিনে শেষ করতে পারে । তারা একসঙ্গে কাজ করলে কত দিনে কাজটি শেষ করতে পারবে ?
(a) 8 দিনে ।
(b) 4 দিনে ।
(c)  6 দিনে ।
(d) 2 দিনে ।

2. 14 জন লোক 6 দিন কাজ করে 4000 টাকা উপার্জন করে । তবে 21 জন লোক 7 দিনে কত টাকা উপার্জন করতে পারবে ?
(a) 7000
(b) 7200
(c) 6800
(d) 6000

3. 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার গড় কত ?
(a) 5
(b) 4.25
(c) 3.25
(d) 9/2

4. একটি ক্লাবের সব সদস্যের গড় বয়স 11.7 বছর । কিছু সদস্যের গড় বয়স 11.2 বছর ও কিছু সদসের গড় বয়স 12.7 বছর হলে । ঐ ক্লাবের সদস্য সংখ্যা কত?
(a) 20 জন ।
(b) 10 জন ।
(c)  30 জন ।
(d) 25 জন ।

5. Aএর কাছে যা টাকা আছে তা দিয়ে 199 টি বন্ধুক কিনতে পারে । কিন্তু B তার টাকা দিয়ে 89 টি বন্ধুক কিনতে পারবে । B এর কাছে 10,769 টাকা থাকলে, A এর কাছে কত টাকা ছিল ?
(a) 23879
(b) 23079
(c)  24069
(d) 24079

6. যদি 45 জন লোক দৈনিক 6 ঘণ্টা কাজ করে 810 টাকা মজুরী পায় । তবে 30 জন লোক দৈনিক কত ঘণ্টা কাজ করে 720 টাকা মজুরী পাবে ? 
(a) 6
(b) 7
(c) 8
(d) 5

7. একটি স্নখ্যাকে 10% বাড়ানো হল । আবার সেই সংখ্যাটিকে মূল সংখ্যায় ফিরিয়ে আনতে শতকরা কত কমাতে হবে ? 
(a) 100/11%
(b) 100/9%
(c) 11%
(d) 10%

8. একটি সমকোণীচৌপলের দৈর্ঘ্য = 4 মিটার, প্রস্থ = 6 মিটার ও উচ্চতা = 3 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত মিটার ? 
(a) 61
(b) √61
(c) 51
(d) √51

9. নীচের কোনটি সঠিক নয় ? 
(a) 20/3% = 1/6
(b) 25/2% = 1/8
(c) 50/3% = 5/6
(d) 25% = 1/4

10. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে একটি ক্ষেত্রফল পাওয়া যায় । আয়তক্ষেত্রটির পরিসীমা 160 মিটার হলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে ? 
(a) 1600 বর্গমিটার ।
(b)  900 বর্গমিটার ।
(c)  2500 বর্গমিটার ।
(d) 3600 বর্গমিটার ।


Post a Comment

Previous Post Next Post