Daily Current Affairs Gk January 2020 in Bengali

Daily Current Affairs Gk January 2020 in Bengali

Daily Current Affairs Gk January 2020 in Bengali. PDF এর link টি নিচে দেওয়া আছে।  সেখান থেকে  Current Affairs GK PDF টি Download করা নাও।


1. বর্তমানে ওয়াই এস জগমোহন রেড্ডি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?
উত্তরঃ- অন্ধ্রপ্রদেশ।

2. সম্প্রতি ই-লার্নিং মোবাইল App "মধু" চালু করল কোন রাজ্য সরকার ?
উত্তরঃ- ওড়িষ্যা।

3. সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক সেরা পুলিশ থানা - 2019 হিসাবে ঘোষনা করল কোন থানাকে ?
উত্তরঃ - কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এর আবার দিন পুলিশ থানা।

4. পেপসিকো সংস্থার বিপণন দূত হিসাবে কাকে নিযুক্ত করল ?
উত্তরঃ- অভিনেতা সলমেন খান।

5. সম্প্রতি প্রকাশিত " The Third Pillar: How Markets and the State Leave the Community Behind " বইটির লেখক কে ?
উত্তরঃ- ভারতীয় রিজার্ভব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম গোবিন্দ রাজন।

6. ভারতীয় সংবিধানের কত নং ধারা অনুযায়ী কেরল CAA সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাতে চাইছে ?
উত্তরঃ- অনুচ্ছেদ 131.

7. ভারতের প্রথম হস্তী স্মৃতিসৌধ স্থাপিত হল কোথায় ?
উত্তরঃ - মথুরাতে।

8. গুজরাটের কোন জেলাকে কেরসিন মুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে ?
উত্তরঃ- গান্ধীনগর।

9. প্রতিবছর সেনাবাহিনী দিবস পালন করাহয় কোন দিনটিতে ?
উত্তর : - 15th January.

10. ICCC - 2019 সালের সেরা ক্রিকেটার হিসাবে নির্বাচিত হলেন কে ?
উত্তরঃ- Ben Stokes.

PDF Link : Daily Current Affairs Gk January 2020 in Bengali Click here.

Post a Comment

Previous Post Next Post