wbp question paper 2018 in Bengali pdf preliminary

wbp question paper 2018 in Bengali pdf preliminary

wbp (police) question paper 2018 in Bengali pdf preliminary

Wbp question paper 2018 preliminary PDF

 1.  একটি সিরিজের (series) কিছু অক্ষর বাদ আছে । সেই অক্ষরগুলি পরপর সাজান । 
a_ba_b_b_a_b
A) aabba
B) bbabb
C) abbab
D) abaab 

2. E, A এর পুত্র । D,B এর পুত্র । E এর সাথে C এর বিবাহ হয় । C, B এর কন্যা হলে, D এর সাথে E এর সম্পর্ক কী ?  
A)  শ্বশুরমশাই 
B) শালা/ভাসুর 
C)  কাকা/মামা 
D) ভাই 

3. 5 অঙ্কের (digit) কোন বৃহত্তম (greatest) সংখ্যা (number) 315 দ্বারা বিভাজ্য (divisible) ?
A) 99875
B) 99855
C) 99985
D) 99835

4. ‘ভারতের নেপোলিয়ান’ কাকে বলা হয় ?
A) সমুদ্রগুপ্ত 
B)  স্কন্দগুপ্ত 
C)  দ্বিতীয় চন্দ্রগুপ্ত 
D) প্রথম চন্দ্রগুপ্ত 

5. সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের (United Nations) নিরাপত্তা পরিষদে (Security Council) স্থায়ী সদস্য (Permanent Member ) দেশের সংখ্যা কটি ? 
A) 5
B) 10
C) 4
D) 6 

6. প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে ? 
[PDF টি দেখুন]
A) 11
B) 44
C) 33
D) 22

7. যদি Z = 26 এবং NET = 39 হয়, তাহলে NUT = ? 
A) 55
B) 56
C) 53
D) 50 

8. কম্পুটারের (Computer) প্রথম ভাষা (first language) ছিল 
A) PASCAL
B) FOXPRO
C) FORTRAN
D) COBLO 

9. A B C D E F G H I J K L M N  O P Q R S T U V W X Y Z
যদি এই বর্ণগুলিকে (alphabets) বিপরীতক্রমে সাজানো হয়, তবে কোন বর্ণটি আপনার বাঁদিক থেকে ষোড়শতম (16th) বর্ণের বাঁদিক থেকে দ্বাদশতম (12th) স্থানে আছে ? 
A) W
B) X
C) V
D) D

10. কোন সাংকেতিক ভাষায় 256 মানে ‘লাল রং এর চক’ । 589 মানে ‘সবুজ রং এর ফুল’ এবং যদি 245 মানে ‘সাদা রং এর চক’ হয়, তবে ঐ সাংকেতিক ভাষায় কোন সংখ্যাটি ‘সাদা’ বোঝাবে ? 
A) 5
B) অনির্ণেয় (can’t be determined) 
C) 4
D) 2

11. যদি P × Q মানে P ÷ Q, 
            P - Q মানে P + Q, 
            P  ÷ Q মানে P - Q, 
            18 – 6 ÷ 8 × 4 = ?
A) 12
B) 3/8
C) 26
D) 22

12. মান নির্ণয় করুনঃ 
[PDF টি দেখুন] 

13. একটি ঘড়ির ঘণ্টার কাঁটা এর মিনিটের কাঁটার গতিবেগের (speed) অনুপাত (ratio) কত ? 
A) 2 : 9
B) অনির্ণেয় (can’t be determined) 
C) 1 : 2
D) 5 : 24 

14. কিছু পরিমাণ টাকা সরল সুদে (simple interest) ঋণ নিলে দুবছরের জন্য 720 টাকা এবং তারপর আরও 5 বছরের জন্য 1020 টাকা যথাক্রমে সুদাসল (principal + interest) হলে, শতকরা বার্ষিক সুদের হার (rate of interest) কত ? 
A) 10%
B) 20%
C) 15%
D) 5%

15.  1 থেকে 100 র মধ্যে কতগুলি সংখ্যা (number) আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য (divisible) এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক (digit) ? 
A) 20
B) 21
C) 10
D) 7

16. পাকিস্থানের সাম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কী ? 
A) পাকিস্থান পিপলস পার্টী 
B) আওয়ামী ন্যাশনাল পার্টী
C) জামাত-এ-ইসলামি 
D) তহরিক-ই-ইনসাফ 

17. নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী ? 
A) স্ট্রেপটোক্কাস (Streptococcus )
B) স্ট্যাফিলোক্কাস (Staphylococcus) 
C) ল্যাকটোব্যাসিলাস (Lactobacillus)
D) সালমোনেল্লা (Salmonella) 

18. প্রথম FIFA বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল ? 
A) 1950
B) 1958
C) 1930
D) 1924 

19. নীচের কোনটির প্রস্তাবে গণপরিষদ (Constituent Assembly) গঠন করার কথা বলা হয়েছিল ? 
A) ক্যাবিনেট মিশন পরিকল্পনা 
B) সাইমন কমিশন 
C) ওয়াভেল পরিকল্পনা 
D) ক্রিপস মিশন 

20. দুটি সংখ্যার অনুপাত (ratio) 2 : 3 । যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয়, তবে তাদের অনুপাত হবে 3 : 4 । সংখ্যা দুটি হল - 
A) 40, 46, 
B) 30, 40
C) 16, 24
D) 15, 20

21. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল 
A) বিন্ধ্য 
B) আরাবল্লী  
C) নীলগিরি 
D) হিয়ালয় 

22. কীসের বেগ (speed) মাপার জন্য নটিকাল মাইল প্রতি ঘণ্টা ব্যবহার করা হয় ? 
A) ম্যাগলেভ (Maglev) 
B) চিতাবাঘ 
C) বুলেট ট্রেন 
D) জাহাজ 

23.  28 টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4 টি জিনিসের বিক্রয়মূল্যের (sale price) সমান লাভ করেন । শতকরা লাভের হার (gain percentage) কত ? 
[PDF টি দেখুন] 

24.  2টি লোক ও 7 টি বালক একটি কাজ 4 দিন সম্পন্ন করে । 4 টি লোক ও 4 টি বালকওই কাজ 3 দিনে সম্পন্ন করে । 1টি লোক ওই কাজ কতদিনে সম্পন্ন করবে ?
A) 6 দিনে 
B) 51 দিনে 
C) 15 দিনে 
D) 60 দিনে 

25.  [PDF টি দেখুন] 
A) 16 টাকা 
B) 18 টাকা 
C) 15 টাকা 
D) 12 টাকা 

26. কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক (state-symbol) ?
A) কাঠবিড়াল (Squirrel) 
B) একশৃঙ্গ গণ্ডার (One-horned Rhino) 
C) চড়ুইপাখি (House Sparrow) 
D) মেছো বিড়াল (Fishing Cat) 

27. সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে ‘বুলন্দ দরওয়াজ’ নির্মাণ করা হয় ? 
A) বিহার 
B) বাংলা 
C) দাক্ষিণাত্য 
D) গুজরাট 

28. ‘সচ্ছ সমীক্ষা’ (Cleanliness survey) অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হল 
A) ইন্দোর 
B) পাটনা 
C) চেন্নাই 
D) কলকাতা 

29. একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line)- কে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে, তখন সে 
A) অর্ধেক দিন এগিয়ে যায় 
B) অর্ধেক দিন পিছিয়ে যায় 
C) একদিন এগিয়ে যায় 
D) একদিন পিছিয়ে যায় 

30. যদি 55 + 66 = 33 এবং 22 + 99 = 33 হয়, তবে 44 + 88 = ? 
A) 38
B) 40
C) 36
D) 33 

31. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ গ্রন্থটি কে ইংরাজিতে অনুবাদ করেছিলেন ? 
A) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়  
B) মাইকেল মধুসূদন দত্ত 
C) উমেশচন্দ্র দত্ত 
D) জন কেরি 

32. নীচের ছবিটিতে কতগুলি ত্রিভুজ (triangle) আছে ? 
[PDF টি দেখুন] 
A) 12 
B) 13
C) 11
D) 10 

33. Aeroplane : Cockpit :: Ship : ? 
A) Rudder
B) Bridge 
C) Stern 
D) Deck 

34. 'পাল বংশ' কোথায় রাজত্ব করেছিলেন ?
A) মধ্যপ্রদেশ
B) বিহার
C) দিল্লি
D) মহারাষ্ট্র

35. টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন ?
A) জে এল বেয়ার্ড 
B) জন নেপিয়ার
C) শকলে
D) সোলেস

36. সকাল দশটার সময় R এবং S যথাক্রমে 3 কিমি/ঘন্টা এবং 4 কিমি/ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে । যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 কিমি হয়, তবে তারা কোন সময় পরস্পরের সাথে মিলিত হবে ?
A) 1:30 PM
B) 12:30 PM
C) 11:30 AM
D) 2:30 AM

37. 1984 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সঙ্গে সমান ?
A) 1987
B) 1988
C) 2004
D) 2012

38. 'কাপড় কাচার সোডা' (washing soda) হল
A) সোডিয়াম বাই কার্বনেট
B) ক্যালসিয়াম কার্বনেট
C) হাইড্রেটেড সোডিয়াম কার্বনেট
D) সোডিয়াম ক্লোরাইড

39. ছাপাখানার বলে একটি পূর্ণবর্গ সংখ্যা 150062 'ক' ছাপা হল । 'ক' এর মান কত ? 
A) 4
B) 6
C) 9
D) 5

40. একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়।কিন্তু চৌবাচ্চাটিতে একটি ছিদ্র থাকার জন্য সেটি পূরণ হতে 6 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দ্বারা পরিপূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে ?
A) 30 ঘন্টা
B) 15 ঘন্টা
C) 5 ঘন্টা
D) 6 ঘন্টা

41. ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয় ?
A) টি
B) পেনাল্টি কর্নার
C) সিলি পয়েন্ট
D) স্ল্যাচ

42. প্রশ্নবোধক স্থানে কোন নকশাটি বসবে ?  
[PDF টি দেখুন] 


43. একটি লোক কোন নদী সোজাসুজি অতিক্রম করতে চান। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেন। যদি নদীটি 100 মিটার চওড়া হয়, তবে স্রোতের বেগ কত ?
A) 100 মিটার/ঘন্টা
B) 200 মিটার/ঘন্টা
C) 300 মিটার/ঘন্টা
D) 150 মিটার/ঘন্টা

44. 'ক্রোয়েশিয়া'র রাজধানী কি ?
A) হেলসিঙ্কি
B) পা পাজ 
C) জাগ্রেব  
D) তিরানা 


45. 'হুতোম পেঁচা' ছদ্মনামে কে পরিচিত ?
A) মাইকেল মধুসূদন দত্ত
B) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C) কালীপ্রসন্ন সিংহ
D) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


46. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র 'দক্ষিণ গঙ্গোত্রী' কোথায় অবস্থিত ?
A) অন্টার্কটিকা
B) আরব সাগর
C) হিমালয়
D) ভারত মহাসাগর

47. একটি আয়তাকার (rectangle) ক্ষেত্রের 2টি বাহুর (side) অনুপাত (ratio) 3 : 4 এবং ক্ষেত্রফল (area) 7500 বর্গমিটার (square metre) হলে, প্রতি মিটার 2.50 টাকা হিসাবে মাটির চতুর্দিকে বেড়া দিতে কত খরচ হবে ? 
A) 855 টাকা
B) 1830 টাকা
C) 1875 টাকা
D) 875 টাকা

48. খাদ্য সংরক্ষণের (Food preservation) জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় ?
A) অ্যাসিটিক অ্যাসিড
B) বেনজোয়িক অ্যাসিড 
C) টারটারিক অ্যাসিড
D) সোডিয়াম বাই কার্বনেট

49. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন ?
A) পদ্মনাভন
B)  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C) পিঙ্গালি ভেঙ্কাইয়া
D) অ্যানি বেসান্ত

50. কোন সম্পত্তির 0.36 অংশের মূল্য 14,400 টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত ?
A) অনির্ণেয়
B) 48000 টাকা
C) 40000 টাকা
D) 28000 টাকা

51. যদি BEAUTY কে YVZFGB হিসাবে লেখা হয়, তাহলে, CHARM কে কিভাবে লেখা হবে ?
A) ZINSX
B) ZSXIN
C) XSZIN
D) XSINZ

52. 38 তম প্যারালাল বিভক্ত করে ?
A) ভারত ও পাকিস্তান
B) ভারত ও নেপাল
C) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
D) ভিয়েতনাম ও কাম্পুচিয়া

53. রাশিয়ার মুদ্রার নাম কি ?
A) ইউরো
B) কিনা
C) রিয়াল
D) রুবেল


54. A পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে । সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে (clock wise) 100 ডিগ্রী এবং পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 145 ডিগ্রি ঘুরে যায়। তাহলে এখন A কোন দিকে মুখ করে আছে ?
A) উত্তর (North)
B) দক্ষিণ-পশ্চিম (South-West)
C) উত্তর-পূর্ব (North-East)
D) পর্ব (East)

55. 'হাইড্রোপনিক্স' (Hydroponics) কথাটি কিসের সাথে যুক্ত ?
A) হাইড্রোজেন যুক্ত যৌগ
B) বংশ-পরম্পরা
C) মাটি ছাড়া গাছের প্রতিপালন
D) জল

56. সিরিজটি (series) সম্পূর্ণ করুন :
GH, JL, NQ, SW, YD, ? 
A) EL
B) FL
C) FJ
D) EJ

57. বাংলায় প্রথম মুদ্রণখানা (printing press) কোথায় স্থাপিত হয়েছিল ?
A) বাঁকুড়া
B) বারাসাত
C) হুগলি
D) কলকাতা

58. 'ইন্ডিয়ান রিপাবলিক আর্মি' (India Republic Army) কে প্রতিষ্ঠা করেছিলেন 
?
A) রাসবিহারী বোস
B) চিত্তরঞ্জন দাস
C) সুভাষচন্দ্র বোস
D) সূর্যসেন

59. 12 টি পেন্সিলের ক্রয়মূল্য (cost price) যদি 10 টি পেন্সিলের বিক্রয়মূল্যের (selling price) সমান হয়, তবে শতকরা লাভের হার (gain percentage) কত ?
A) 20%
B) 25%
C) 18%
D) [PDF টি দেখুন] 

60. EARN কে যদি RANE এবং BOND কে যদি NOBD, তবে TEAR কে কিভাবে লেখা হবে ? 
A) ARET
B) REAT
C) ATRE
D) AERT

61. মান নির্ণয় করুন : 
[PDF টি দেখুন] 
A) 0.4
B) 0.04
C)) 0.2
D) 0.02

62. মেডিকেল কলেজ, কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
A) 1840
B) 1857
C) 1823
D) 1835

63. 'রোহিঙ্গারা' কোথাকার অধিবাসী ?
A) তিব্বত
B) ভুটান
C) ফিলিপিন্স
D) মায়ানমার

64. 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত (ratio) 3 : 2 । ওই মিশ্রণে কত পরিমান জল মেশালে দুধ ও জলের অনুপাত 9 : 11 হবে ?
A) 17 লিটার
B) 20 লিটার
C) 15 লিটার
D) 10 লিটার

65. যদি 8 জনের একটি কমিটিতে 35 বছর এবং 45 বছরের দুজন পুরুষের বদলে দুজন মহিলা অন্তর্ভুক্ত হয়, তাহলে 8 জনের গড় বয়স (average age) দু'বছর করে বেড়ে যায়। ওই দুজন মহিলার গড় বয়স কত ?
A) 48 বছর
B) 44 বছর
C) 56 বছর
D) 52 বছর

66. পিতার বয়স তার দুই পুত্রের বয়সের যোগফলের তিনগুণ । 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে । পিতার বর্তমান বয়স কত ?
A) 35
B) 45
C) 40
D) 30

67. 2819042 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম (least) সংখ্যা (number) যোগ (add) করলে যোগফল পূর্ণবর্গ (perfect square) সংখ্যা হবে ?
A) 3438
B) 3385
C) 3358
D) 3058

68. 'পথের পাঁচালী' রচয়িতা কে ?
A) আশাপূর্ণা দেবী
B) বুদ্ধদেব গুহ
C) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
D) সত্যজিৎ রায়

69. দিল্লির প্রাচীন নাম কি ছিল ?
A) গোয়া
B) ইন্দ্রপ্রস্থ
C) অযোধ্যা
D) পাটলিপুত্র

70. 'আত্মীয় সভা'র প্রতিষ্ঠাতা কে ?
A) মতিলাল নেহেরু
B) চিত্তরঞ্জন দাস
C)  প্রিন্স দ্বারকানাথ ঠাকুর
D) রাজা রামমোহন রায় 

71. কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার (Nobel Prize) প্রদান করে ?
A) সুইডেন
B) আয়ারল্যান্ড
C) ইংল্যান্ড
D) আমেরিকা

72. 'সিটি অফ প্যালেস' (City of Palaces) কাকে বলা হয় ?
A) দিল্লী
B) হায়দ্রাবাদ
C) জয়পুর
D) কলকাতা

73. ভারতীয় সংবিধানের 35 A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত?
A) কর্ণাটক
B) জম্মু ও কাশ্মীর
C) আসাম
D) পশ্চিমবঙ্গ

74. সামনের সারিতে (front line) সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈনব্যুহ (square formation) রচনা করা হলো। সামনের সারিতে কতজন সৈন্য ছিল ?
A) 265
B) 228
C) 256
D) 252

75. 2018 সালের শীতকালীন অলিম্পিক (Winter Olympics) কোথায় অনুষ্ঠিত হয়েছিল ? 
A) দক্ষিণ কোরিয়া
B) ফিনল্যান্ড
C) রাশিয়া
D) অস্ট্রিয়া

76. ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি ?
A) অর্জুন পুরস্কার
B) কালিদাস সম্মান
C) রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার
D) দ্রোণাচার্য পুরস্কার

77. 'লেক্সিকোগ্রাফি' (lexicography) কথাটি কিসের সাথে যুক্ত ?
A) অভিধান সংকলন
B) প্রাচীন দেহাবশেষে
C) অনুশাসন
D) আলংকারিক লিখন

78. একটি লোকের বেতন 20% রাজ করা হলো।ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে ?
A) 17.5%
B) 22.5%
C) 25%
D) 20%

79. প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে ?
2, 5, 9, ?, 20, 27
A) 18
B) 24
C) 16
D) 14

80. দুটি সংখ্যার অনুপাত 6 : 13 এবং তাদের লসাগু 312 হলে, সংখ্যা দুটির যোগফল কত ?
A) 76
B) 67
C) 57
D) 75

81. একটি সারিতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে। A বাঁ দিক থেকে ষোড়শতম স্থানে এবং C ডান দিক থেকে ষোড়শতম স্থানে আছে।B,A-র ডান দিক থেকে চতুর্থ স্থানে এবং C র বাঁদিক থেকে পঞ্চম স্থানে আছে। শাড়িটি তে মোট কতজন বালক আছে ?
A) 41
B) 42
C) 40
D) 39

82. নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে ?
A) সূর্যমুখী
B) মটরশুটি
C) জোয়ার
D) আলু

83. কোন ভারতীয় 2018 সালে 'ম্যাগসাইসাই' পুরস্কার লাভ করেন ?
A) যোগী আদিত্যনাথ
B) ওয়াই সি দেবেশ্বর
C) প্রণব মুখার্জি
D) সোনম ওয়াংচুক

84. দুজন ব্যক্তি একইদিকে যথাক্রমে 3 কিমি/ঘন্টা ও 6 কিমি ঘন্টা/বেগে হাঁটছিলেন। একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির বেগ কত?
A) 33 কিমি/ঘন্টা
B) 35 কিমি/ঘন্টা
C) 40 কিমি/ঘন্টা
D) 22 কিমি/ঘন্টা

85. 'গরবা' নাচের প্রচলন কোথায় দেখা যায় ?
A) উত্তর প্রদেশ
B) ছত্রিশগড়
C) গুজরাট
D) রাজস্থান

86. কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে, কৌশিক এর কাছে আর 7 পয়সা বেশি থাকে । আবার প্রত্যেককে 4 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে। ভিখারীর সংখ্যা কত ?
A) 6
B) 7
C) 5
D) 8

87. এক ফল বিক্রেতা তার সমস্ত কমলালেবুর 1-4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের 4-15 অংশ অপর এক ক্রেতার নিকট বিক্রয় করেন। তার পরেও তার কাছে যদি 33টি কমলালেবু থেকে যায়,তবে দ্বিতীয়জন ক্রেতা কতগুলি কমলালেবু ক্রয় করেছিলেন ?
A) 18
B) 20
C) 15
D) 12

88. ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি ?
A) COMAU
B) FANUC
C) MOTOMAN
D) BRABO

89. বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ?
A) বৃহস্পতি
B) প্লুটো
C) বুধ
D) নেপচুন

90. কে 1905 সালে 'ঢাকা অনুশীলন সমিতি' স্থাপন করেছিলেন ?
A) বারীন্দ্রকুমার ঘোষ
B) কেশব চন্দ্র সেন
C) ক্ষুদিরাম বসু
D) পুলিনবিহারী দাস

91. 'যোজনা কমিশনের: পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে ?
A) লোকপাল
B) অর্থ কমিশন
C) লোকায়ুক্ত
D) নীতি আয়োগ

92. নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে উর্ধ্বক্রমানুসারে সাজান : 
[PDF টি দেখুন] 


93. একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2 : 3 : 5 হলে, তাদের মূল্যের অনুপাত কত ?
A) 8 : 5 : 3
B) 7 : 3 : 2
C) 8 : 6 : 5
D) 7 : 5 : 4

94. কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন ?
A) 1942
B) 1943
C) 1941
D) 1940

95. অজন্তা গুহাচিত্র গুলি কোন সময়কার ?
A) গুপ্ত বংশ
B) রাষ্ট্রকূট বংশ
C) পাল বংশ
D) মৌর্য বংশ

96. 1928 সালে 'বরদলুই সত্যাগ্রহ' আন্দোলনের নেতা কে ছিলেন?
A) পেট্রোল ভাই প্যাটেল
B) মহাদেব দেশাই
C) মহাত্মা গান্ধী
D) সরদার বল্লভভাই প্যাটেল

97. এর বর্গমূল কে কত দিয়ে গুন করলে গুনফল 1 হবে ?
[PDF টি দেখুন] 

98. নিম্নের কোনটির 'তাপ' পরিমাপের একক ?
A) ভোল্ট  
B) নিউটন
C) ফ্লাক্স
D) জুল

99. কোন ঘড়িতে 4 টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে । ওই ঘড়িতে 8 টার ঘন্টা বাজতে কত সময় লাগবে ?
[PDF টি দেখুন] 

100. নিচের কোন ছবিটি শিক্ষক, খেলোয়াড় ও স্নাতক এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে ? 
[PDF টি দেখুন] 

Post a Comment

Previous Post Next Post