Bengali GK capsule part - 15 | বাংলা জিকে পর্ব - ১৫
Bengali GK capsule |
1. ভারতবর্ষের কোন রাজ্যে কথাকলি নাচের উদ্ভব ঘটেছে ?
উত্তর: কেরালা।
2. কোন খেলার সঙ্গে "টী" শব্দটি যুক্ত রয়েছে?
উত্তর: গল্ফ।
3. কে 'চুড়ুইপাখি' নামে পরিচিত?
উত্তর: মেজর জেনারেল রাজিন্দির সিংহ।
4. 'উড়ন্ত শিখ' নামে ভারতে কে পরিচিত ?
উত্তর: মিলখা সিংহ।
5. কে লিখেছেন 'সাহেব-বিবি-গোলাম' ?
উত্তর: বিমল মিত্র।
6. কোন নদীর তীরে অবস্থিত জামশেদপুর শহরটি ?
উত্তর: সুবর্ণরেখা।
7. জাহাঙ্গীরের সমাধি সৌধ কে তৈরি করেছিলেন ?
উত্তর: নুরজাহান, লাহোর।
8. ভোল্ট কিসের একক ?
উত্তর: বিভবপার্থক্যের একক।
9. ইলেক্ট্রোস্কোপ ব্যবহার করা হয় -
উত্তর: স্থিরতড়িৎ পরিমাপের জন্য।
10. একটি এককবিহীন ভৌত রাশি হল -
উত্তর: আপেক্ষিক গুরুত্ব।
Tags:
Bengali gk