Bengali gk Capsule part - 17 || বাংলা জিকে ক্যাপসুল পর্ব - ১৭

Bengali gk Capsule part - 17 || বাংলা জিকে ক্যাপসুল পর্ব - ১৭

 Bengali gk Capsule part - 17 || বাংলা জিকে ক্যাপসুল পর্ব - ১৭


Bengali gk Capsule part - 17
1. টোকোফেরল কোন ভিটামিন ই এর রাসায়নিক নাম ?
উত্তরঃ টামিন E

2. দাবা খেলার জন্ম হয়েছিল কোন দেশে ?
উত্তরঃ ভারতবর্ষে।

3. ক্রিকেট পিচের মাপ কত ফুট চওড়া ও দীর্ঘ হয় ?
উত্তরঃ 66 ফুট দীর্ঘ ও 10 ফুট চওড়া।

4. জ্ঞানপীঠ পুরস্কার দেয়া হয় কোন ক্ষেত্রে ?
উত্তরঃ সাহিত্যে ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান হিসাবে।

5. বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত ?
উত্তরঃ তিরুবনন্তপুরম।

6. বিশ্ব ওজোন দিবস হিসাবে কবে পালিত হয় ?
উত্তরঃ 16 সেপ্টেম্বর।

7. রক্ত চাপ মাপক যন্ত্রের নাম কি ?
উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার।

8. লোকটাক হ্রদ টি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মনিপুর।

9. পন্ডিত রাম নারায়ন কোন যন্ত্র সঙ্গীত শিল্পী ছিলেন ?
উত্তরঃ সারেঙ্গী।

10. ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বক্তৃতার আমন্ত্রণ পেলেন ?
উত্তরঃ হেমন্ত সরেন ঝাড়খন্ড রাজ্য।

Post a Comment

Previous Post Next Post