ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান কষে দেখি - ৯ শতকরা pdf || Class 6 math in Bengali pdf wbbse

ষষ্ঠ শ্রেণীর গণিত সমাধান কষে দেখি - ৯ শতকরা pdf || Class 6 math in Bengali pdf wbbse

আজকে আমরা শেয়ার করব ষষ্ঠ শ্রেণীর গণিত কষে দেখি - 9 অধ্যাইটির সমাধান । পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) এ পড়তে থাকা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের খুব উপকারী হবে এই পোস্টটি । 


 গণিত প্রভা (ষষ্ঠ শ্রেণী) WBBSE
শতকরা
কষে দেখি – 9 


(1) নীচের চিহ্নিত অংশের পরিমাণকে শতকরায় প্রকাশ করার চেষ্টা করি – 

2) নীচের সামান্য ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করি  – 

3. নীচের দশমিক সংখ্যাগুলি শতকরায় প্রকাশ করি – 
(i) 0.6
(ii) 0.02
(iii) .57
(iv) 1.21
(v) 0.003

4. নীচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি – 
(i) 10% (ii) 70% (iii) 15% (iv) 257% (v)

5. নীচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি – 
(i) 61% (ii) 3% (iii) 105% (iv) 1.26% (v) 0.07% 

6. নীচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাই – 
(i)  1/2,1/4,3/5  (ii)  2/5,13/25,7/10 (iii)  (iv)0.02,0.15,0.06 
7. 
(i)  15 টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম। মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম দেখি।

(ii)   24 টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। মোট কুলের শতকরা কত কুল পচে গেছে দেখি।

(iii)   আজ আমাদের ক্লাসের 7 জন ছাত্র-ছাত্রী অনুপস্থিত। ক্লাসে মোট ছাত্র ছাত্রী 35 জন। আজ মোট ছাত্র-ছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করি।

(iv) 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নীচে আছে। বাঁসটির শতকরা কত কাদা ও জলের উপর আছে হিসাব করি।

8. আমাদের চ্যাটার্জী পাড়ার লাইব্রেরীতে 2100 গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরোও কেন হলো। হিসাব করে দেখি আরো কতগুলি বই কেনা হলো ও এখন লাইব্রেরীতে মোট গল্পের বই কতগুলি হলো।

9. আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। তাই আলমদের স্কুলের ছাত্র-ছাত্রীর মাত্র 20% ছাত্র-ছাত্রী উপস্থিত হয়েছে। আলমদের স্কুলের মোট ছাত্র ছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে হিসাব করে দেখি ?

10. আজ আমি নিজে কমলালেবুর সরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলালেবুর সরবত তৈরি করতে সরবতের 18% কমলালেবুর রস দিতে হলো। কত মিলিলিটার কমলালেবুর রস দিলাম হিসাব করি।

11. শোভেন এবছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গতবছরের 12 কুইন্ট্যাল ধান ফললে এবছর কত কুইন্ট্যাল ধান ফলেছে হিসাব করি।

12. রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ঐ গ্রামের জনসংখ্যা 775 জন হলে, এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি।

13. এবছর আমাদের স্কুলে 80 জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্র-ছাত্রী পাস করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্র ছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে।


14. এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এইরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করে দেখি।

15. চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাব। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন চিনি কতগ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কতগ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি।

16. অনিল বাবু তার মাসিক আয় 22 % বাড়ি ভাড়া দেন। যদি অনিল বাবু প্রতিমাসে 1870 টাকা বাড়িভাড়া দেন তবে অনিল বাবুর মাসিক আয় কত হিসাব করি ?

17. ইয়াসমীনা খাতুন তার মোট চাষের জমি 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘে জমিতে পাট চাষ করেন, তবে ইয়াসমীনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি।

18. আমাদের পরিবারের মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করে।

19. একটি শহরের বর্তমান জনসংখ্যা 26250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করি। দুই বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি।

20. ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্ট্যাল প্রতি 1080 টাকা। বর্ষাকাল ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্ট্যাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি বেতন হিসাব করি।
সমাধান গুলিঃ
  

Post a Comment

Previous Post Next Post