হ্যালো বন্ধুরা,
আজকে আমরা শেয়ার করব কয়েকটি চাকরির পরীক্ষার গণিত / অঙ্ক MCQ প্রশ্ন ও উত্তর পর্ব - ১ , এখানে প্রতিটি অঙ্ক MCQ আকারে দেওয়া আছে ও নীচে উত্তর।
গণিত mcq প্রশ্ন ২০২১
1. দুজন শ্রমিকের মজুরির অনুপাত 4 : 3 । যদি প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হয় এবং দ্বিতীয় জনের মজুরি 9 টাকা বাড়ানো হয় তবে সে ক্ষেত্রে তাদের মজুরির অনুপাত পূর্বোক্ত অনুপাতের বিপরীত হয়। প্রথম শ্রমিকের মজুরি কত ? [WBPSC Miscellaneous 2012]
(a) 27 টাকা। (b) 36 টাকা। (c) 42 টাকা। (d) 48 টাকা।
2. এক ব্যক্তি রাজ্য লটারিতে 60000 টাকা জেতেন । সরকার কর হিসাবে 35% কেটে নিলে, তিনি হাতে পান - [WBPSC Miscellaneous 2012]
(a) 58000 টাকা। (b) 38750 টাকা। (c) 39000 টাকা। (d) 38500 টাকা।
3. 1998 সালে প্রথম দিন বৃহস্পতিবার হলে 2001 সালের শেষ দিন কী বার ছিল ? [SSC CGl 2008]
(a) বৃহস্পতিবার। (b) শুক্রবার। (c) সোমবার। (d) রবিবার।
4. 10 মিটার, 10 মিটার, 5 মিটার মাত্রা বিশিষ্ট বাক্সে সর্ববৃহৎ সে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত মিটার । [SSC CGl 20010]
(a) 15√3 (b) 15 (c) 10√2 (d) 5√3
5. বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর 25% বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে ? [RRB Ranchi 2007]
(a) 125% (b) 156.25% (c) 50% (d) 56.25%
6. 10 বছর আগে A এর বয়স B এর অর্ধেক ছিল । বর্তমানে তাদের বয়সের অনুপাত 3 : 4 হলে বর্তমানে বয়সের সমষ্টি কত ? [RRB Bhupal 2007]
(a) 20 বছর। (b) 14 বছর। (c) 35 বছর। (d) 30 বছর।
7. 11664 এর বর্গমূলের অংক সংখ্যা কত ? [SSC CGL 2006]
(a) 5 (b) 3 (c) 6 (d) 4
উত্তরগুলি -
1. b, 2. c, 3. c, 4. b, 5. d, 6. c, 7. d
<<< Next >>>
➥ Math mcq in Bengali practice - ক্লিক করুন।
➥ চাকরির পরীক্ষার জন্য গণিত পেজটি দেখুন - ক্লিক করুন।