WBCS Prelims 2016 ইতিহাস mcq প্রশ্ন ও উত্তর PDF
Indian History and Indian National Movement WBCS Prelims 2016 -তে কিধরনের প্রশ্ন এসেছিল তা নীচে দেওয়া হল । ভারতের ইতিহাস MCQ প্রশ্ন 25 টি এবং স্বাধীন ভারতের ইতিহাস MCQ প্রশ্ন 25 টি করে WBCS Prelims -এ আসে । তাই WBCS পরীক্ষার্থীরা নীচের ইতিহাস প্রশ্ন ও উত্তর গুলি দেখে একটি ধারনা তৈরি করতে পারবে ।
WBCS Previous Year Question (History) Paper with Answer 2016 Prelims
1. নীচের কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্ট অঙ্কিত আছে ?
A. মৃচ্ছকটিক
B. দেবীচন্দ্রগুপ্ত
C. মত্তবিলাস
D. মুদ্রারাক্ষস
Answer : D. মুদ্রারাক্ষস
2. গান্ধিজি হিন্দ স্বরাজ লিখেছিলেন -
A. ইংল্যান্ড থেকে ভারত যাত্রায় নৌজাহাজে
B. সবরমতি আশ্রমে
C. ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে
D. চম্পারন সত্যাগ্রহে
Answer : A. ইংল্যান্ড থেকে ভারত যাত্রায় নৌজাহাজে
3. কোন রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ?
A. ধর্মপাল
B. ধ্রুব
C. দেবপাল
D. বল্লালসেন
Answer : A. ধর্মপাল
4. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না ?
A. স্যার স্টাফোর্ড ক্রীপস
B. লর্ড ওয়াভেল
C. স্যার পেথিক লরেন্স
D. এ . ভি. আলেকজান্ডার
Answer : B. লর্ড ওয়াভেল
5. নিম্নলিখিত কোন গ্রন্থ খানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে ?
A. তাহকিক-ই-হিন্দ
B. শাহনামা
C. তারিখ-ই-ফিরোজশাহী
D. উপরের কোনটিই নয়
Answer : C. তারিখ-ই-ফিরোজশাহী
6. ইসলামের সঙ্গে ভারতের প্রাথমিক সংযোগ ঘটেছিল কাদের মাধ্যমে ?
A. সপ্তম শতকে আরবদের সিন্ধু আক্রমণের মাধ্যমে
B. একাদশ ও দ্বাদশ শতকের তুর্কী আক্রমণের মাধ্যমে
C. মালাবার উপকুলে আরব বনিকগনের মাধ্যমে
D. সুফি সন্ত এবং আরবীয় পর্যটকগনের মাধ্যমে
Answer : C. মালাবার উপকুলে আরব বনিকগনের মাধ্যমে
7. খ্রিস্টীয় অষ্টম থেকে দশম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলি কারা ছিল ?
A. পাল, চোল, পল্লব
B. পাল, প্রতিহার, রাষ্ট্রকূট
C. চোল, প্রতিহার, রাষ্ট্রকূট
D. পাল, চোল, রাষ্ট্রকূট
Answer : B. পাল, প্রতিহার, রাষ্ট্রকূট
8. স্বরাজদল কোন সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল ?
A. 1923, 1926
B. 1919, 1923
C. 1920, 1926
D. 1919, 1920
Answer : A. 1923, 1926
9. দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল ?
A. বলবন
B. রাজিয়া
C. জালালউদ্দিন খলজী
D. ফিরোজ তুঘলক
Answer : C. জালালউদ্দিন খলজী
10. বিজয়নগর সাম্রাজ্যের ধাংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় ?
A. বিয়াপুর
B. গোলকুণ্ডা
C. হাম্পি
D. বরোদা
Answer : C. হাম্পি
11. নিম্নলিখিত কোন ব্যাক্তি দীন-ই-ইলাহীর একজন সদস্য হয়েছিলেন ?
A. রাজা মান সিং
B. টোডরমল
C. তানসেন
D. রাজাবীরবল
Answer : D. রাজাবীরবল
12. ‘তাকাভি’ বলতে কী বোঝায় ?
A. কৃষক ঋণ
B. একধরনের উর্বর জমি
C. হিন্দুদের উপর আরোপিত কর
D. অনুর্বর জমি
Answer : A. কৃষক ঋণ
13. ভারত যখন স্বাধীন হয়, তখন কে কংগ্রেস সভাপতি ছিলেন ?
A. মহাত্মা গান্ধী
B. জহরলাল নেহেরু
C. জে. বি. কৃপালিনি
D. সর্দার প্যাটেল
Answer : C. জে. বি. কৃপালিনি
14. মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ?
A. উর্দু
B. ফার্সি
C. ফার্সি এবং আঞ্চলিক ভাষা
D. তুর্কী
Answer : B. ফার্সি
15. কে দু-আসপা শি-আসপা ব্যবস্থা চালু করেছিলেন ?
A. শাহজাহান
B. আকবর
C. জাহাঙ্গীর
D. ঔরঙ্গজেব
Answer : C. জাহাঙ্গীর
16. ‘দি-মহমেডান-আংগলো-ওরিয়েন্টাল-ডিফেন্স-অ্যাসোসিয়েশন’ এর শুরু করে ?
A. স্যার সৈয়দ আহামদ খান
B. টি বেক
C. এ এস স্যামুয়েলসেন
D. এম এম মূলক
Answer : A. স্যার সৈয়দ আহামদ খান
17. কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত ?
A. নসক
B. গাল্লাবকসি
C. জাবতি
D. কানকুট
Answer : C. জাবতি
18. স্ট্যাফোর্ড ক্রিপস এর সদস্য ছিল ?
A. কনযারভেটিব পার্টি
B. লেবার পার্টি
C. লিবেরাল পার্টি
D. অফিসিয়াল পার্টি
Answer : B. লেবার পার্টি
19. 1621 খ্রিঃ ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিল ?
A. গোয়া
B. সুরাট
C. কালিকট
D. মাদ্রাজ
Answer : B. সুরাট
20. রঞ্জিত সিং কোন মিশলের নেতা ছিল ?
A. সুকারচাকিয়া মিশল
B. ভেঙ্গি মিশল
C. কানহেয়া মিশল
D. গোবিন্দ মিশল
Answer : A. সুকারচাকিয়া মিশল
21. 1907 সালে ‘স্যার কার্জন উইলিয়াম’ কে হত্যা করেন ?
A. বি. এন. দত্ত
B. এম. এল. ধিংরা
C. সর্দার অজিত সিং
D. এস. সি. চ্যাটার্জী
Answer : B. এম. এল. ধিংরা
22. 1942 এর ভারতছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন ?
A. লিনলিথগো
B. উইলিংটন
C. ওয়াভেল
D. মিন্টো
Answer : A. লিনলিথগো
23. টিপূর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে ?
A. লর্ড ওয়েলেসলি
B. লর্ড কর্নওয়ালিস
C. লর্ড ডালহৌসি
D. জন শোরন্ড
Answer : A. লর্ড ওয়েলেসলি
24. কে ‘অনুশীলন সমিতি’ সংঘটিত করেছিলেন ?
A. যতীন দাস
B. বটুকেশ্বর দত্ত
C. পি মিত্র
D. অশ্বিনী কুমার দত্ত
Answer : C. পি মিত্র
25. 1935 সালের আইন অনুযায়ী কোন প্রদেশ কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি?
A. বিহার
B. মাদ্রাজ
C. ওড়িষ্যা
D. পাঞ্জাব
Answer : D. পাঞ্জাব
26. কে সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেন ?
A. দয়ানন্দ সরস্বতী
B. রাজা রামমোহন রায়
C. ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
D. সুরেন্দ্রনাথ ব্যানার্জী
Answer : C. ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
27. দেশ ভাগের সময় ভারতে কতগুলি সামন্ত রাজ ছিল ?
A. 555
B. 558
C. 560
D. 562
Answer : D. 562
28. কে 'বারভাইস সভা' সংগঠিত করে ?
A. মাধব রায় নারায়ন
B. দ্বিতীয় বাজিরাও
C. মহাদজী সিন্ধিয়া
D. নানা ফড়নবিশ
Answer : D. নানা ফড়নবিশ
29. ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাফ এর সহযোগিতায় কে কলিকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ?
A. এইচ এল ভি ডিরোজিও
B. ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
C. কেশব চন্দ্র সেন
D. রাজা রামমোহন রায়
Answer : D. রাজা রামমোহন রায়
30. কে 1932 খ্রিস্টাব্দে কমউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিল ?
A. জিন্না
B. সৈয়দ আহমদ
C. রামজে ম্যাকডোনাল্ড
D. লর্ড কার্জন
Answer : C. রামজে ম্যাকডোনাল্ড
31. ডান্ডি মার্চ এর সঙ্গে শুরু হয় -
A. হেমরুল আন্দোলন
B. অসহযোগ আন্দোলন
C. আইনঅমান্য আন্দোলন
D. ভারত ছাড়ো আন্দোলন
Answer : C. আইনঅমান্য আন্দোলন
32. ‘ভারত ভাগ হল সাম্প্রদায়িকতার কাছে জাতিয়তাবোধ এর আত্মসমর্পণ’ - ভারত ভাগ সম্পর্কে এই মন্তব্য করেছিলেন ?
A. সাইফুদ্দিন কিচলু
B. এম এন রায়
C. সি রাজাগোপ
Answer : A. সাইফুদ্দিন কিচলু
33. নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদী প্রভাবিত করেছিল?
A. ব্রহ্ম সমাজ
B. আর্য সমাজ
C. রামকৃষ্ণ মিশন
D. উপরোক্ত সবকটি
Answer : D. উপরোক্ত সবকটি
34. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাশ করেছিল ?
A. দিল্লি
B. লাহোর
C. পুনে
D. সুরাট
Answer : B. লাহোর
35. কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল ?.
A. লর্ড ডালহৌসি
B. লর্ড কার্জন
C. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
D. লর্ড কর্নওয়ালিস
Answer : D. লর্ড কর্নওয়ালিস
36. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রি: অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতাপ্রাপ্ত ভুখন্ড পুনঃ নামকরণ হয়েছিল -
A. শহীদভূমি
B. শহীদ ও স্বরাজ দ্বীপ
C. আজাদ হিন্দুস্থান
D. জয়হিন্দ দ্বীপ
Answer : B. শহীদ ও স্বরাজ দ্বীপ
37. কার কার অধিনায়কত্বে Indian National Army আনুষ্ঠানিক ভাবে গঠিত হয়েছিল ?
A. রাসবিহারী বসু, 1942
B. সুভাস চন্দ্র বসু, 1943
C. ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্বে (সিঙ্গাপুরে), 1942
D. উপরোক্ত কোন ব্যাক্তি নয়
Answer : C. ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্বে (সিঙ্গাপুরে), 1942
38. কোন বৎসর সুভাষ চন্দ্র বসুর জার্মানিতে ‘মহা নিষ্ক্রমণ’ ঘটেছিল ?
A. 1939
B. 1940
C. 1941
D. 1942
Answer : C. 1941
39. ভারতীয় প্রত্নতত্বের জনক কাকে বলা হয় ?
A. আলেকজান্ডার ক্যানিংহাম
B. গার্ডন চাইল্ড
C. মর্টিমার হুইলার
D. জন মার্শাল
Answer : A. আলেকজান্ডার ক্যানিংহাম
40. হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ?
A. কালিবঙ্গান
B. লোথাল
C. কোটডিজি
D. রোপার
Answer : B. লোথাল
41. ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা –
A. জি কে গোখলে
B. এম জি রানাডে
C. বি জি তিলক
D. ভি ডি সাভারকার
Answer : A. জি কে গোখলে
42. উপনিষদ গুলি সংকলিত হয়েছে -
A. খ্রীঃ পূঃ 600 অব্দে
B. খ্রীঃ পূঃ 800 অব্দে
C. খ্রীঃ পূঃ 1000 অব্দে
D. খ্রীঃ পূঃ 1600 - 600 অব্দে
Answer : B. খ্রীঃ পূঃ 800 অব্দে
43. বৌদ্ধধর্ম মতে, সকল দুঃখের কারন হল ?
A. মায়া
B. কাম
C. তৃষ্ণা
D. ক্রোধ
Answer : C. তৃষ্ণা
PDF Details:
PDF Name : - WBCS Prelims 2016 ইতিহাস mcq প্রশ্ন ও উত্তর PDF.
PDF Size : - 418 KB
PDF Language : - Bengali
PDF Page No : - 4
PDF Download Link : - Click Here.
Tags:
History mcq