anm gnm 2022 question (math) paper answer shift 1 pdf in Benglai || জিএনএম এএনএম নার্সিং এর পরীক্ষার অংক সমাধান

anm gnm 2022 question (math) paper answer shift 1 pdf in Benglai || জিএনএম এএনএম নার্সিং এর পরীক্ষার অংক সমাধান

WBJEE ANM GNM Math Question Paper Solution pdf 2022

     জিএনএম এএনএম  নার্সিং এর পরীক্ষায় আসা ২০২২ সালের অঙ্ক প্রশ্ন ও উত্তর গুলি নীচের দেওয়া পিডিএফ টিতে বিস্তারিত ভাবে সমাধান করে দেওয়া হয়েছে । তাই আর বেশি দেরি না করে নীচের দেওয়া লিঙ্ক থেকে pdf টি Download করে নিন । 

ANM GNM 2022 Shift 1 Math solution 

জিএনএম নার্সিং পরীক্ষার অঙ্ক প্রশ্ন ও উত্তর পিডিএফ 

 1. যদি cosθ+secθ=2 হয়, তাহলে 〖sin〗^99 θ+〖cos〗^99 θ= ? 
(A) 0
(B) 1
(C) 2
(D) কোনটাই নয় ।  
  

2. 10% হারে, কোন টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে ?  
(A) 10 : 11 
(B) 11 : 10
(C) 20 : 21 
(D) 21 : 20 


3. 42 কে এমন দুটি অংশে বিভক্ত কর যাতে এক অংশ অপর অংশের বর্গমূলের সমান হয় ? 
(A) 21, 21 
(B) 14, 28
(C) 36, 6 
(D) 32, 10 


4. মাধব একটি ব্যাঙ্কে 6% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাক দুই বছরের জন্য জমা রাখল ও তার ভাই নবীন ঐ ব্যাঙ্কে 6% সরল সুদের হারে একই পরিমাণ টাকা একই সময়ের জন্য জমা রাখল । দুই বছর পরে কে বেশি টাকা পাবে এবং কত বেশি পাবে ? 
(A) মাধব, 72 টাকা  
(B) নবীন, 36 টাকা 
(C) নবীন, 72 টাকা   
(D) মাধব, 36 টাকা
 

5. সুজন ও তপন একসঙ্গে একটি কাজ 8 দিনে শেষ করে । তপন ও অশোক একসঙ্গে ওই কাজ 6 দিনে শেষ করে এবং সুজন ও অশোক একসঙ্গে 4 দিনে শেষ করে । যদি তিন জনেই একই সঙ্গে কাজে যোগ দেয় তবে ওই কাজ শেষ করতে কত দিন সময় লাগবে ? 
(A) 3 5/6  দিন  
(B) 2 12/13   দিন 
(C) 2 1/2   দিন 
(D) 3 দিন 


6. এক সমকোণী ত্রিভুজাকৃতি বাগানের তিনটি বাহু সংলগ্ন তিনটি বর্গাকৃতি পার্ক আছে । যদি ত্রিভুজের লম্ব ও ভুমি সংলগ্ন পার্ক দুটির ক্ষেত্রফল যথাক্রমে 400 বর্গ মিটার ও 225 বর্গ মিটার হয় তবে অতিভুজ সংলগ্ন পার্কটির ক্ষেত্রফল কত ? 
(A) 25 বর্গমিটার 
(B) 175 বর্গমিটার 
(C) 500 বর্গমিটার
(D)  625 বর্গমিটার 


7. একটি স্কুলের তিনটি শ্রেণীতে ছাত্র সংখ্যা যথাক্রমে 50, 45 ও 40 এবং ঐ তিনটি শ্রেণীর ছাত্রদের গড় বয়স যথাক্রমে 8, 10 ও 12 বছর । তাহলে ঐ তিনটি শ্রেণী একত্রে মিলে ছাত্রদের গড় বয়স কত ? 
(A) প্রায় 9.85 বছর 
(B) প্রায় 6.75 বছর 
(C) প্রায় 8 বছর 
(D) প্রায় 12 বছর 


8. 〖3x〗^2-10x+c=0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অন্যেন্যক হলে c = 
(A) 2
(B) – 2 
(C) 3 
(D) – 3 


9. x এর যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় α/β ও β/α , তার সমীকরণ 
(A)αβx^2-(α^2+β^2 )x+αβ=0
(B) αβx^2+(α^2+β^2 )x+αβ=0
(C) αβx^2+(α^2+β^2 )x-αβ=0
(D) αβx^2-(α^2+β^2 )x+1=0


10. তামার তৈরি একটি আয়ত ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 15, 11 ও 8 সেমি । আয়তঘনটিকে গলিয়ে সমান মাপের 35 টি সমান লম্ববৃত্তাকার নিরেট চোঙ তৈরি করা হল । যদি প্রতিটি চোঙ 3 সেমি লম্বা হয় তাহলে চোঙগুলির ব্যাস কত হবে ? 
(A) 4 সেমি 
(B) 6 সেমি 
(C) 8 সেমি
(D) 10 সেমি 





PDF Details :
PDF Name : - ANM GNM Question Paper 2022 Shift 1 Math Solution pdf    
PDF Size : - 617 KB
PDF Language : - Bengali 
PDF Page No : - 5 
Download - Click Here.

Post a Comment

Previous Post Next Post