RRB Group D Math Question Paper 2018 with Answers in Bengali PDF || রেলের গ্রুপ ডি প্রশ্ন 2018 pdf অংক সমাধান

RRB Group D Math Question Paper 2018 with Answers in Bengali PDF || রেলের গ্রুপ ডি প্রশ্ন 2018 pdf অংক সমাধান

 নমস্কার বন্ধুরা,
                আজকে আমরা শেয়ার করব রেলওয়ে গ্রুপ ডি ২০১৮ পরীক্ষায় আশা অংক প্রশ্ন উত্তর pdf টি । তাই আর বেশি দেরি না করে নীচের দেওয়া লিঙ্ক থেকে RRB Math Question Paper 2018 with Answers in Bengali PDF টি Download করে নিন । 

RRB Group D Math Solution

RRB Group D Question Paper Details 2018 :  
  1. Level-1 Post CEN-02/2018
  2. TIME: 12:30PM-2.00PM
  3. DATE: 01/10/2018


Railway Group d Mathemetics Question Paper Solution 2018 pdf In Bengali || রেলের গ্রুপ ডি অংক সমাধান 



1. 25 মিটার প্রান্তের একটি বর্গাকার পার্কের কেন্দ্রের মধ্য দিয়ে দুটি 2.2 মিটার চওড়া পথ রয়েছে । 1 টাকা/বর্গ ডেসিমিটারের খরচে পথগুলিকে কাঁকর ছাওয়া করতে মোট কত খরচ হবে ? 
Ans : 1. 110 টাকা । 
          2. 11,000 টাকা ।
          3. 10,516 টাকা । 
          4. 105,16 টাকা । 





3. এক ব্যক্তি 370,000 টাকাকে 3 ভাগে ভাগ করল এবং তাদের তিনটি ব্যাঙ্কের মধ্যে যথাক্রমে 4% , 4% এবং 6% সরল সুদে জমা করলো । প্রথম বছরের শেষে তিনটি ব্যাঙ্কের কাছ থেকে সুদ একই । তিনি তিনটি ব্যাংকের মধ্যে কত জামা দিয়েছিলেন ?  
Ans : 1. 1,50,000 টাকা 1,20,000 টাকা 1,00,000 টাকা 
          2. 1,20,000 টাকা 1,00,000 টাকা 1,50,000 টাকা 
          3. 70,000 টাকা 2,00,000 টাকা 1,00,000 টাকা 
          4. 1,00,000 টাকা 2,00,000 টাকা 70,000 টাকা 

4. 396 – 39.6 – 3.96 – 0.396 = ?
Ans : 1. 352.134 
          2. 352.044
          3. 352.144
          4. 352.034 

5. A একটি কাজ 6 দিনে করতে পারে । B এটি সম্পূর্ণ করতে 8 দিন সময় নেয় । একসঙ্গে কাজ করলে, C, যতদিনে A এবং B লাগে ততদিন নেয় । একসঙ্গে কাজ শেষ করতে B এবং C এর কতদিন লাগবে ? 
Ans : 1. 12/5 দিন 
          2. 14/5 দিন
          3. 11/5 দিন
          4. 13/5 দিন 

6. সমাধান করোঃ 
(3.6 + 6.4) (3.6 – 6.4) – (3.6 – 6.4)^2 = ?  
Ans : 1. 32.68
          2. 32.6
          3. 29.6
          4. – 35.84 



          
8.     0.295 + 2.95 + 29.5 + 295 = ? 
Ans : 1. 327.745
          2. 327.856
          3. 327.756
          4. 327.746 

9. একটি ডান ত্রিভুজীয় প্রিজমের উচ্চতা 21 সেমি এবং এর পরিধি পক্ষের অনুপাত 8 : 15 : 17 । যদি তিনটি পার্শ্ববর্তী উপরিতলগুলির মোট এলাকা 840 সেমি 2 হয় তবে কিউবিক সেন্টিমিটারের প্রিজমের পরিমাণ কত ? 
Ans : 1. 1300
          2. 1260
          3. 1200
          4. 1269 

10. দুটি ইনলেট পাইপ । একটি অপরটির থেকে দ্বিগুণ কার্যকারী । আরো একটি আউটলেট পাইপ 10 ঘণ্টায় চৌবাচ্চাটি ফাঁকা করে ফেলে । সবকটি পাইপ একসঙ্গে কাজ করলে খালি চৌবাচ্চা 2.5 ঘণ্টায় ভরে যায় । কত সময় নেবে কম কার্যকরী ইনলেট পাইপটি চৌবাচ্চা জলপূর্ণ করতে ? 
Ans : 1. 5
          2. 8
          3. 7
          4. 6 

11. নিম্নের সারির শূন্যস্থান পূর্ণ করো । 
6 , 18, 54, 162, ? 
Ans : 1. 490
          2. 400
          3. 486
          4. 485 

12. যদি + means ×, × means ─, ÷ means + and ─ means ÷ তবে মান নির্ণয় করোঃ 
180 ─ 20 ÷12 + 24 × 5 + 22 
Ans : 1. 190
          2. 187
          3. 180
          4. 185 

13. যদি Cosecθ+Cotθ=2.5, তাহলে Cosecθ= ?
Ans : 1. 1.50
          2. 1.55
          3. 1.35
          4. 1.45 

14.  21 শে মার্চ 2020 কোন দিন হবে ?  
Ans : 1. শুক্রবার 
          2. সোমবার 
          3. রবিবার 
          4. শনিবার 

15. মিলেনা এবং মাসুকা একত্রে একটি কাজ 9 দিনে করতে পারে । যদিও, মাসুকা একা কাজ করে এবং কাজের দুইয়ের পঞ্চমাংশ করে ছড়ে চলে যায় । তারপর মিলেনা কাজটি নিয়ে বাকি অংশ শেষ করে । ফলস্বরূপ কাজটি শেষ হতে 19.5  দিন সময় লাগে । মাসুকা যদি মিলেনার চেয়ে কার্যক্ষম হয় তাহলে মিলনের একা কাজটি সম্পূর্ণ করতে কত দিন সময় লাগবে ?  
Ans : 1. 22.5
          2. 24
          3. 25.5
          4. 25 

16.   1.008 = ? 
Ans : 1. 1 (1/125)
          2. 1 (3/25)
          3. 1 (2/125)
          4. 1 (2/25)

17. 17% এর লাভ সহ স্প্রিতী এক জোড়া জুতো 2223 টাকায় বিক্রি করেছে । জুতোর ক্রয়মূল্য কি ছিল ? 
Ans : 1. 1880 টাকা
          2. 1870 টাকা
          3. 1900 টাকা 
          4. 1905 টাকা

18. বার্ষিক 9.25% হারে সরল সুদে 2000 টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করলে মোট কত টাকা সুদ হবে ? 
Ans : 1. 740 টাকা 
          2. 925 টাকা
          3. 555 টাকা 
          4. 1110 টাকা 

19.  একটি ট্রেন 16 সেকেন্ডে 155 মিটার এবং 18 সেকেন্ডে 195 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম পার করে , ট্রেনটির গতি হবে ; 
Ans : 1. 69 km/h
          2. 66 km/h
          3. 75 km/h
          4. 72 km/h 

20.  12 জন ব্যাক্তির স্কোর পয়েন্ট হল যথাক্রমে 6, 17, 8, 9, 16, 10, 15, 21, 9, 11, 12 এবং 161 মাধ্যমা নির্ণয় করুন । 
Ans : 1. 10.4
          2. 11.5
          3. 11.6
          4. 12 


21. একটি খালি চৌবাচ্চা ভরতে A নলের 4.5 ঘণ্টা সময় লাগে , অপর দিকে B নলের সাথে , এটি 2.25 ঘণ্টায় তা ভরতে পারে । যদি আধঘণ্টার জন্য কেবলমাত্র A নল চালু করা হয় ও তারপরে B নলটিও চালু করা হয়, তাহলে সবমিলে চৌবাচ্চা ভরতে কতক্ষণ সময় লাগবে ?   
Ans : 1. 2 ঘণ্টা 20 মিনিট 
          2. 2 ঘণ্টা 30 মিনিট
          3. 2 ঘণ্টা 
          4. 2 ঘণ্টা 15 মিনিট

22. একটি নিখুঁত বর্গক্ষেত্র তৈরি করতে 63368 এ গুনিত হওয়া উচিত এমন সর্বনিম্ন সংখ্যা খুঁজুন । 
Ans : 1. 8
          2. 4
          3. 1
          4. 2 


23. একটি খেলনা 1125 টাকায় কিনে 16% ক্ষতিতে বিক্রয় করা হলো । খেলনাটির বিক্রয়মূল্য হলে - 
Ans : 1. 960 টাকা 
          2. 975 টাকা 
          3. 955 টাকা 
          4. 945 টাকা 




Note : For this question, discrepancy is found in question/answer. So, This question is ignored for all candidates . 

25. সাতজন শিক্ষার্থীর একটি দল একটি পরীক্ষা দিল । সেই পরীক্ষাটি পরে দিয়ে অপর একজন শিক্ষার্থী দলে যোগ দিল । নতুন শিক্ষার্থীর নম্বর যোগ করে, দলের গড় নম্বর 2 বেড়ে গেল । প্রথমে সাতজন শিক্ষার্থীর গড় নম্বর থেকে এই নতুন শিক্ষার্থী কত বেশি নম্বর পেয়েছে ? 
Ans : 1. 16
          2. 14
          3. 20
          4. 18 

26. অরুন তার বাচ্চা তরুণ ও বরুণ এর শিক্ষার জন্য তার বেতনের 2/12 অংশ ব্যয় করে । তিনি বরুণের শিক্ষার জন্য 13006 টাকা খরচ করে, যেটি হল শিক্ষার ক্ষেত্রে মোট ব্যায়ের 2/3 অংশ । অরুনের মোট বেতন কত ? 
Ans : 1. 126,808.50 টাকা । 
          2. 84,539 টাকা । 
          3. 134,278.50 টাকা । 
          4. 102,346  টাকা । 

PDF Details:
PDF Name : - রেলের গ্রুপ ডি প্রশ্ন 2018 pdf অংক সমাধান  
PDF Size : - 601 KB
PDF Language : - Bengali 
PDF Page No : - 6 
Download - Click Here.

Post a Comment

Previous Post Next Post