History Question and Answer in Bengali PDF-ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর।

History Question and Answer in Bengali PDF-ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর।

History Question and Answer in Bengali PDF-ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর। 


যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Indian history থেকে প্রশ্ন এসে থাকে। তাই আজকে আমরা Share করছি  History Question and Answer in Bengali PDF.  Indian history mcq Bengali version এর PDF টির Download Link নিচে দেওয়া হল।  MCQ on Indian history in Bengali প্রশ্নগুলির উত্তর দেওয়া চেষ্টা করুন।

1. নিচের কোন রাজ্যটি লর্ড ডালহৌসি কুশাসনের অভিযোগে অধিগ্রহণ করেন ?
(A) অযোধ্যা।
(B) বাংলা।
(C) ঝাঁসি।
(D) সম্বলপুর।

2. মোঘল সম্রাট বাবার সমরখন্দ কবে জয় করেছিল ? 
(A) 1512 সাল।
(B) 1511 সাল।
(C) 1514 সাল।
(D) 1513 সাল।

3. চীন পরিব্রাজক ফা-হিয়েন কার সময় এসেছিল ?
(A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
(B) বাবার।
(C) কুমার গুপ্ত।
(D) স্কন্দগুপ্ত।

4. দশশালা বন্দোবস্ত চালু করেন কে ?
(A) লর্ড মিন্টো।
(B) লর্ড ক্যানিং।
(C) লর্ড লিটন।
(D) লর্ড রিপন।

5. খানুয়ারের যুদ্ধ কবে হয় ?
(A) 1526
(B) 1525
(C) 1527
(D) 1627

6. আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেন ?
(A) সিকান্দর লোদী।
(B) আকবর।
(C) জাহাঙ্গীর।
(D) প্রথম আহমেদ শাহ।

7. প্রথম ইঙ্গ-মহীশুর যুদ্ধ (1766-1769) কাদের মধ্যে হয়েছিল ?
(A) মারাঠা ও ফরাসি।
(B) বাহাদুর শাহ ও ইংরেজদের মধ্যে।
(C) নিজাম ও ইংরেজদের মধ্যে।
(D) হায়দর ও ইংরেজদের মধ্যে।

8. গান্ধীজির ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল ?
(A) 1930, 11 March.
(B) 1930, 13 March.
(C) 1930, 10 March.
(D) 1930, 12 March.

9. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে নিয়ে যাওয়া হয় ?
(A) 1911 February.
(B) 1911 December.
(C) 1911 January.
(D) 1911 March.

10. ''স্বর্ণ মন্দির'' কে প্রতিষ্ঠা করেন ?
(A) গুরু গোবিন্দ সিংহ।
(B) গুরু রামদাস।
(C) গুরু অমরদাস।
(D) গুরু অর্জুন।

উত্তরগুলি : 
PDF Link : Indian history Gk in Bengali language PDF Download.
1. (A) উত্তরঃ - অযোধ্যা।
2. (B) উত্তরঃ - 1511 সাল।
3. (A) উত্তরঃ - দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
4. (C) উত্তরঃ - লর্ড লিটন।
5. (C) উত্তরঃ - 1527
6.(A)  উত্তরঃ - সিকান্দর লোদী।
7. (D) উত্তরঃ - হায়দার ও ইংরেজ।
8. (D) উত্তরঃ - 1930, 12 March.
9. (B) উত্তরঃ - 1911 December.
10. উত্তরঃ - গুরু অর্জুন। 

Post a Comment

Previous Post Next Post