Titles adopted by kings in Indian history Bengali gk - ভারতীয় ইতিহাসে রাজা দ্বারা গৃহীত উপাধি

Titles adopted by kings in Indian history Bengali gk - ভারতীয় ইতিহাসে রাজা দ্বারা গৃহীত উপাধি

Titles adopted by kings in Indian history Bengali gk  - ভারতীয় ইতিহাসে রাজা দ্বারা গৃহীত উপাধি।
Bengali gk


ভারতের ইতিহাসে রাজারা বিভিন্ন উপাধি গ্রহণ করে থাকতেন। ভারতীয় ইতিহাসে রাজা দ্বারা গৃহীত উপাধি গুলির (Ancient Indian History, General Knowledge) একটি তালিকা আজকে প্রকাশ করা হল। যা চাকুরীর পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে সাহায্য করবে। বিভিন্ন  (TITLES ADOPTED BY KINGS) রাজাদের উপাধিগুলির তালিকাটিকে একটি pdf আকারে দেওয়া আছে যা ডাউনলোড করে নিতে পারেন। আর এবিষয়ে কিছু মতামত বা উপদেশ থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন।

1. হর্ষবর্ধন এর  উপাধি - সকলোত্তরপথনাথ, শিলাদিত্য।
2. ধননন্দ এর  উপাধি - আগ্রাসেন।
3. চন্দ্রগুপ্ত মৌর্য এর  উপাধি - স্যাণ্ডোকোটাস।
4. সমুদ্র গুপ্ত এর  উপাধি - লিচ্ছবিদৌহিত্র, কবিরাজ, ভারতের নেপলিয়ান।
5. বিম্বিসার এর  উপাধি -  শ্রেণিক।
6. স্কন্দগুপ্ত এর  উপাধি - ভারতবর্ষের রক্ষাকর্তা।
7. অজাতশত্রু এর  উপাধি - কুনিক।
8. হিউয়েন সাঙ এর  উপাধি - পরিব্রাজকের রাজকুমার।
9. মহাপদ্মনন্দ এর  উপাধি - উগ্রসেন, দ্বিতীয় পরশুরাম।
10. দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর  উপাধি -  শকারী, বিক্রমাদিত্য।
11. বিন্দুসার  এর  উপাধি - অমিত্রঘাট, অ্যামিকটাস।
12. গৌতমী পুত্র সাতকর্ণী এর  উপাধি - বিন্ধ্যাধিপতি, একব্রাহ্মণা।
13. অশোক প্রিয়দর্শী এর  উপাধি - দেবানাম প্রিয়।
14. কনিষ্ক এর  উপাধি -  দ্বিতীয় অশোক, দৈবপুত্র।
15. প্রথম সাতকর্ণী এর  উপাধি -  দক্ষিণাপথপতি, অপতিহতচক্র।
16. আলাউদ্দিন হোসেন এর  উপাধি -  শাহ বাংলার আকবর।
17. ইলতুৎমিস এর  উপাধি - সুলতান-ই-আজম।
18. প্রথম মহেন্দ্র বর্মন এর  উপাধি - বিচিত্রচিত্ত, চৈত-কারী, গুনভার।
19. ধর্মপাল এর  উপাধি -  উত্তরপথস্বামীন।
20. পেদ্দান এর  উপাধি - অন্ধকবিতার পিতামহ।
21. প্রথম নরসিংহ বর্মন এর  উপাধি -  বাতাপিকোন্ড, মহামল্ল।
22. শিবাজী এর  উপাধি - ছত্রপতি, গো ব্রাহ্মণ প্রতিপালক।
23. আমির খসরু এর  উপাধি -  তোতাপাখি।
24. লক্ষণ সেন এর  উপাধি - গৌড়েশ্বর, অরি-রাজ-মদন-শঙ্কর, পরমবৈষ্ণব।
25. ঔরঙ্গজেব এর  উপাধি - জিন্দাপীর।
26. আলাউদ্দিন খলজি এর  উপাধি - দ্বিতীয় আলেকজান্ডার, সিকান্দার-ই-সাহনী।
27. প্রথম প্রান্তক এর  উপাধি - মাদুরাইকোন্ডা।
28. দ্বিতীয় পুলকেশী এর  উপাধি - দক্ষিণাপথনাথ।
29. মহম্মদ বিন তুঘলক এর  উপাধি - পাগলা রাজা।
30. মালিক কফুর এর  উপাধি - হাজার দিনারি।
31. রাজেন্দ্র চোল এর  উপাধি -  গঙ্গাইকোন্ড, চোল মার্তণ্ড।
32. কৃষ্ণদেব রায় এর  উপাধি - অন্ধ্রভোজ।
33. কুতুবউদ্দিন আইবক এর  উপাধি - লাখবক্স।


PDF Links
Titles adopted by kings in Indian history Bengali gk

Post a Comment

Previous Post Next Post