Indian History Quiz (MCQ) Part - 6

Indian History Quiz (MCQ) Part - 6

General knowledge of Indian History Quiz (MCQ) Part - 6. ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর পর্ব - ৬.

1. শিবাজী কোথাকার রাজা ছিলেন ?
(a) পুনা।
(b) রাজগির। 
(c) সুরাত।
(d) কোচিন।

2. বকটিক কোন বংশের রাজা ছিলেন ?
(a) গুপ্ত।
(b) কুষাণ।
(c) হর্ষ।
(d) মৌর্য।

3.'' এলাহাবাদ প্রশস্তি '' কার লেখা ?
(a) বাণভট্ট।
(b) সন্ধ্যাকর নন্দী।
(c) হরিষেণ।
(d) কলহন।

4. '' হিন্দু পাদ-পাদশাহী''র আদর্শ কে প্রচার করেন ?
(a) শিবাজী।
(b) বালাজী বিশ্বনাথ।
(c) প্রথম বাজিরাও।
(d) রঘুনাথ রাও।

5. চন্দ্রগুপ্ত মৌর্য নন্দদাসকে কোথাকার দেখাশুনার ভার দিয়েছিলেন ?
(a) পাটলিপুত্র।
(b) উজ্জযিনী।
(c) তক্ষশীলা।
(d) মগধ।

6. রাজা রামমোহনকে কে '' রাজা '' উপাধি প্রদান করেন ?
(a) জাহান্দার শাহ।
(b) দ্বিতীয় আকবর।
(c) মহম্মদ শাহ।
(d) বাহাদুর শাহ জাফর।

7. রজমনাম যে গ্রন্থটির ফরাসি অনুবাদ, সেটি ছিল -
(a) মহাভারত।
(b) গীতা।
(c) উপনিষদ।
(d) রামায়ন।

* জেনারেল নলেজ আরও পড়ুন। 

8. টোডরমল কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে যুক্ত ?
(a) কানকুট।
(b) নাশক।
(c) গাল্লাবক্শি।
(d) জাবতি।

9. নিম্নলিখিত কোনটি মোঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ?
(a) উর্দু।
(b) হিন্দি।
(c) ফার্সি।
(d) তুর্কি।

10. কে আইন-ই আকবরী গ্রন্থের রচয়িতা কে ?
(a) আবুলফাজেল।
(b) ধোয়ী।
(c) বাদাউনী।
(d) আকবর।

11. কেন বিদ্রোহের উপর ভিত্তি করে আনন্দমঠ রচিত হয়েছে ?
(a) সিপাহী বিদ্রোহ।
(b) কৃষক বিদ্রোহ।
(c) সন্যাসী বিদ্রোহ।
(d) ফকির বিদ্রোহ।

12. মুজফ্ফর সম্পাদিত নিম্নলিখিত কোন পত্রিকাটি ?
(a) গণশত্রু।
(b) গণদেবতা।
(c) গণবাণী।
(d) গন কথা।

13. স্যাডলার কমিশন কত সালে গঠিত হয় ?
(a) 1917
(b) 1927
(c) 1907
(d) 1920

14. লর্ড ডালহৌসি কোন সালে ভারতের গভর্নর জেনারেল হন ?
(a) 1888
(b) 1864
(c) 1984
(d) 1884

15.  গান্ধি আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?
(a) 1929 সালে
(b) 1930 সালে
(c) 1931 সালে
(d) 1932 সালে

16. উত্তর ভারতের সর্বশেষ হিন্দু সম্রাট কে ছিলেন ?
(a) হর্ষ।
(b) পুলাকসিন।
(c) স্কন্দগুপ্ত।
(d) রাজ্যবর্ধন।

17. বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন -
(a) শিশির কুমার ঘোষ।
(b) প্যারীচাঁদ মিত্র।
(c) সাভারকার।
(d) জর্জ থমসন।

18. বঙ্গভঙ্গ রদ করেন নিম্নলিখিত -
(a) লর্ড হার্ডিঞ্জ। 
(b) লর্ড ময়রা।
(c) লর্ড ডাফরিন।
(d) লর্ড ক্যানিং।

19. কে গদর পার্টির প্রথম সভাপতি ছিলেন ?
(a) বিষ্ণুগোপাল পিংলে।
(b) লালা হরদয়াল।
(c) মোহন সিং ভাকনা।
(d) মহম্মদ বর্কতল্লা।

20. কাকে '' আধুনিক ভারতের কারিগর ''বলা হয় ?
(a) কৃষ্ণ কুমার মিত্র।
(b) রামমোহন রায়।
(c) মহত্মা গান্ধী।
(d) জহরলাল নেহেরু।

আরও ইতিহাসের প্রশ্ন উত্তর পড়ুন।

উত্তরঃ
1. (b) রাজগির।
2. (b) কুষাণ।
3. (c) হরিষেণ।
4. (a) শিবাজী।
5. (d) মগধ।
6. (b) দ্বিতীয় আকবর।
7. (a) মহাভারত।
8. (d) জাবতি।
9. (c) ফার্সি।
10. (a) আবুলফাজেল।
11. (c) সন্যাসী বিদ্রোহ।
12. (c) গণবাণী।
13. (a) 1917
14. (d) 1884
15. (b) 1930 সালে
16. (a) হর্ষ।
17. (d) জর্জ থমসন।
18. (a) লর্ড হার্ডিঞ্জ।
19. (c) মোহন সিং ভাকনা।
20. (d) জহরলাল নেহেরু। 

Post a Comment

Previous Post Next Post