GK in Bengali Questions and Answers on the Ganga River System - গঙ্গা নদীর উপর ১০ টি জিকে প্রশ্ন ও উত্তর।

GK in Bengali Questions and Answers on the Ganga River System - গঙ্গা নদীর উপর ১০ টি জিকে প্রশ্ন ও উত্তর।

GK in Bengali Questions and Answers on the Ganga River System - গঙ্গা নদীর উপর ১০ টি জিকে প্রশ্ন ও উত্তর। 


১. ভারতের প্রধান নদীর নাম কি ?
(ক) ব্রহ্মপুত্র।
(খ) গোদাবরী।
(গ) গঙ্গা।
(ঘ) ভাগীরথী।
১. গ

২. গঙ্গা নদীর উৎস হল - 
(ক) মানস সরোবর।
(খ) গঙ্গোত্রী হিমবাহ।
(গ) বারা লাচা গিরিপথ।
(ঘ) রোটাং গিরিপথ।
২. খ
ব্যাখ্যাঃ উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলার গামুখের কাছে গঙ্গোত্রী হিমবাহ থেকে।

৩. গঙ্গা নদীটি কোথায় পতিত হয়েছে ?
(ক) আরব সাগর।
(খ) খাম্বাত উপসাগর।
(গ) কচ্ছের রান।
(ঘ) বঙ্গপসাগর।
৩. ঘ

৪. গঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার ?
(ক) ২৫৩০
(খ) ২৫১০
(গ) ২৫২৫
(ঘ) ১৪৫০
৪. গ

৫. নিচের কোন নদীটি গঙ্গার ডানতীরের উপনদী ?
(ক) গোমতী।
(খ) শোন।
(গ) যমুনা।
(ঘ) পুনপুন।
৫. ক
ব্যাখ্যাঃ গঙ্গা নদীর বামতীরের উপনদীগুলি হল :- রামগঙ্গা, গন্ডক, কোশী, ঘর্ঘরা, গোমতী, বুড়িগঙ্গা, বাগমতী। গঙ্গা নদীর ডানতীরের উপনদীগুলি :- শোন, যমুনা (গঙ্গার প্রধান উপনদী হল যমুনা), পুনপুন।

৬. কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত ?
(ক) লেহ।
(খ) দানাপুর।
(গ) দিল্লি।
(ঘ) ভাগলপুর।
৬. ঘ
ব্যাখ্যাঃ গঙ্গা নদীর তীরে অবস্থিত শহরগুলি :- হরিদ্বার (উত্তরাখন্ড), বারাণসী (উত্তরপ্রদেশ), ভাগলপুর (বিহার), পাটনা ((বিহার), কানপুর (উত্তরপ্রদেশ)। 

৭. নীচের কোন বাঁধটি গঙ্গা নদীর উপর গড়ে উঠেছে ?
(ক) ভাকরা নাঙ্গাল।
(খ) টেহরি ড্যাম।
(গ) ইন্দিরা সাগর।
(ঘ) হীরাকুঁদ।
৭. খ
ব্যাখ্যাঃ গঙ্গা নদীর তীরে নির্মিত বাঁধ :- টেহরি ড্যাম, ফারাক্কা।

৮. নীচের কোন গুলি সঠিক -
(a) রুদ্রপ্রয়াগ।
(b) দেবপ্রয়াগ।
(c) কর্ণপ্রয়াগ।
(d) বিষ্ণুপ্রয়াগ।
(i) ধৌলিগঙ্গা + অলকানন্দ
(ii) আলাকানন্দ  + মন্দাকিনী
(iii) আলাকানন্দ + পিন্ডার
(iv) ভাগীরথী + অলকানন্দ

(ক) ii, iv, iii, i.
(খ) i, ii, iii, iv
(গ) ii, iii, iv, i
(ঘ) iii, i, ii, iv
৮. ক
ব্যাখ্যাঃ  রুদ্রপ্রয়াগ ⇒ আলাকানন্দ  + মন্দাকিনী নদী দুটির মিলিত স্থান। , দেবপ্রয়াগ ⇒ভাগীরথী + অলকানন্দ নদী দুটির মিলিত স্থান।, কর্ণপ্রয়াগ ⇒ আলাকানন্দ + পিন্ডার নদী দুটির মিলিত স্থান।, বিষ্ণুপ্রয়াগ ⇒ ধৌলিগঙ্গা + অলকানন্দনদী দুটির মিলিত স্থান। 

৯. গঙ্গার কোন উপনদীটি মানস সরোবরের দক্ষিণে গুরলা মান্ডোটা চূড়া শৃঙ্গের কাছে উৎপত্তি লাভ করেছে ?
(ক) ঘর্ঘরা।
(খ) যমুনা।
(গ) শোন।
(ঘ) গন্ডক।
৯. ক

১০. গঙ্গা নদীর উপর নির্মিত ফারাক্কা ব্যারেজ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
(ক) বীরভূম।
(খ) মুর্শিদাবাদ।
(গ) নদীয়া।
(ঘ) হুগলি।
১০. খ 

Post a Comment

Previous Post Next Post