Indian History short question and answer pdf gk in Bengali

Indian History short question and answer pdf gk in Bengali

Indian History question and answer GK in bengali
History mcq GK in bengali -2
* ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর। 

1. কোন বংশ হায়দ্রাবাদে 'চারমিনার' নির্মাণ করেন ?
(a) পল্ল্ব।
(b) আদিল শাহ।
(c) কুতুবশাহী।
(d) চোল।

2. সিন্ধু সভ্যতার অধিবাসীদের সঙ্গে কাদের বাণিজ্য সম্পর্ক ছিল ?
(a) মেসোপটেমিয়া।
(b) ইজিপ্ট।
(c) গ্রীস।
(d) শ্রীলঙ্কা।

3. নীচের কোন শহরটিতে আকবরের কোন স্থাপত্য নিদর্শন নেই ?
(a) লখনৌ।
(b) লাহোর।
(c) দিল্লি।
(d) আগ্রা।

4. কোন বছরে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় ?
(a) 1856
(b) 1855
(c) 1866
(d) 1857

5. 'নীলদর্পণ' নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেছিল ?  
(a) দীনবন্ধু মিত্র।
(b) মাইকেল মধুসূদন দত্ত।
(c) রবীন্দ্রনাথ ঠাকুর।
(d) উৎপল দত্ত।

6. 'মহাভিভাষ্য' গ্রন্থের রচয়িতা কে ?
(a) বসুমিত্র।
(b) তুলসীদাস।
(c) সোমদেব।
(d) শঙ্করাচার্য।

7. নিচের কোন জোড়াটির মধ্যে অমিল আছে ?
(a) হর্ষবর্ধন - হিউয়েন সাং।
(b) চানক্য - চন্দ্রগুপ্ত।
(c) আকবর - টোডরমল।
(d) বিক্রমাদিত্য - চৈতন্য।

8. সোমদেব কার সভাকবি ছিল ?
(a) দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
(b) মহীপাল।
(c) দ্বিতীয় পৃথ্বীরাজ।
(d) আকবর।

9. গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছিলেন -
(a) ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রার নৌহজে
(b) সবরমতি আশ্রমে।
(c) ইংল্যান্ড থেকে ভারত যাত্রায় নৌজাহাজে।
(d) চম্পারন সত্যাগ্রহের সময়।

10. কোন রাজা বিক্রমশীল বিশ্ববিদ্যালয় স্থাপন করেন ?
(a)  বল্লাল সেন।
(b) লক্ষণ সেন।
(c) দেবপাল।
(d) ধর্মপাল।

11. 'তাকাভি' কি ?
(a) হিন্দুদের উপর আরোপিত কর।
(b) উর্বর জমি।
(c) কৃষক ঋণ।
(d) অনুর্বর জমি।

12. মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল ?
(a) উর্দু।
(b) ফার্সি।
(c) হিন্দি।
(d) উর্দু ও ফার্সি দুটোই।

13. কংগ্রেস 1907 সালের অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কী নিয়ে গুরুতর মতপার্থক্য ঘটে ?
(a) স্বরাজ।
(b) সত্যাগ্রহ।
(c) শিক্ষা।
(d) বয়কট।

14. কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় ?
(a) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন।
(b) পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ।
(c) চিপকো আন্দোলন।
(d) কার্পেল অভিযান।

15. কেন বছরে বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল ?
(a) 1860
(b) 1879
(c) 1853
(d) 1859

16. সর্বশেষ জৈন তীর্থঙ্করের নাম কী ?
(a) ঋষভনাথ।
(b) পার্শ্বনাথ।
(c) মহাবীর।
(d) সিদ্ধার্থ।

17. 'ভারতসভা' কে প্রতিষ্ঠা করেন ?
(a) ইউ সি ব্যানার্জী।
(b) গান্ধীজী।
(c) বিপিনচন্দ্র পাল।
(d) রাজা রামমোহন রায়।

18. হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন ?
(a) সাভারকার।
(b) নবগোপাল মিত্র।
(c) বালগঙ্গাধর তিলক।
(d) অক্ষয় কুমার দত্ত।

19. স্বাধীন সংগ্রামী ক্ষুদিরাম বসুর কবে ফাঁসি হয়েছিল ?
(a) 1908 সালে 11 আগস্ট।
(b) 1908 সালে 11 মার্চ।
(c) 1908 সালে 11 এপ্রিল।
(d) 1908 সালে 11 জুন।

20. স্বরাজ পার্টির প্রতিষ্ঠা কে ?
(a) সি আর দাস ও মতিলাল নেহেরু।
(b) সুরেন্দ্র নাথ ব্যানার্জী।
(c) হেকিম আজমল খান।
(d) বালগঙ্গাধর তিলক।

2000+ Indian History mcq for wbcs pfd GK in Bengali. click here.

History Quiz GK in bengali -2
Answer:
1. c
2. a
3. b
4. a
5. b
6. a
7. d
8. c
9. c
10. d
11. c
12. b
13. a
14. b
15. d
16. c
17. c
18. b
19. a
20. a

Post a Comment

Previous Post Next Post