List of Important Battles And Wars In India gk in Bengali Langauge - ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ ও সাল।
হিদাপিসের যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ পুরু ও আলেকজান্ডার।
কত সালে হয়েছিল ?
⇒ ৩২৬ খ্রিস্টপূর্বাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ আলেকজান্ডার।
কলিঙ্গ যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ সম্রাট অশোক ও কলিঙ্গ রাজ।
কত সালে হয়েছিল ?
⇒ ২৬১ খ্রিস্টপূর্বাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ সম্রাট অশোক।
তরাইনের প্রথম যুদ্ধ
⇒কাদের মধ্যে হয়েছিল ?
⇒মহম্মদ ঘোরী ও পৃথ্বীরাজ চৌহান।
কত সালে হয়েছিল ?
⇒ ১১৯১ খ্রিষ্টাব্দে।
কে জয়ী হয়েছিল ?
⇒ পৃথ্বীরাজ চৌহান।
তরাইনের দ্বিতীয় যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ মহম্মদ ঘোরী ও পৃথ্বীরাজ চৌহান।
কত সালে হয়েছিল ?
⇒ ১১৯২ খ্রিস্টাব্দে।
কে জয়ী হয়েছিল ?
⇒ মহম্মদ ঘোরী।
পানিপথের প্রথম যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ বাবর ও ইব্রাহিম লোদী।
কত সালে হয়েছিল ?
⇒ ১৫২৬ খ্রিস্টাব্দে।
কে জয়ী হয়েছিল ?
⇒ বাবর।
পানিপথের দ্বিতীয় যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ আকবরের অভিভাবক বৈরাম খাঁ ও হিমু।
কত সালে হয়েছিল ?
⇒ ১৫৫৬ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ বৈরাম খাঁ।
পানিপথের তৃতীয় যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ আহম্মদ শাহ আবদালি ও মারাঠা।
কত সালে হয়েছিল ?
⇒ ১৭৬১ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ আহম্মদ শাহ আবদালি।
খানুয়ারের যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒বাবর ও মেবারের রানা সাঙ্গা বা রানা সংগ্রাম সিংহ।
কত সালে হয়েছিল ?
⇒ ১৫২৭ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ বাবর।
ঘর্ঘরার যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ বাবর ও সুলতান মামুদ লোদী।
কত সালে হয়েছিল ?
⇒ ১৫২৯ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ বাবর।
চৌসারে যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ শেরশাহ ও হুমায়ুন।
কত সালে হয়েছিল ?
⇒ ১৫৩৯ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ শেরশাহ।
বিল্বগ্রাম/কনৌজের যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ শেরশাহ ও হুমায়ুন।
কত সালে হয়েছিল ?
⇒ ১৫৪০ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ শেরশাহ।
তালিকোটার যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ বিজাপুর, গোলকুন্ডা, আহমেদনগর এবং বিদরের সম্মিলিত মুসলিম নৃপতি হুসেন নিজাম ও বিজয়নগরের রাজা সদাশিব রায়।
কত সালে হয়েছিল ?
⇒ ১৫৬৫ খ্রিস্টাব্দে।
কে জয়ী হয়েছিল ?
⇒ হুসেন নিজাম।
হলদিঘাটের যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ আকবর এবং রানা প্রতাপ।
কত সালে হয়েছিল ?
⇒ ১৫৭৬ খ্রিস্টাব্দে।
কে জয়ী হয়েছিল ?
⇒ আকবর।
সমুরগড়ের যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ ঔরঙ্গজেব ও দারা সিকো।
কত সালে হয়েছিল ?
⇒ ১৬৫৮ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ ঔরঙ্গজেব।
কার্নেলের যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ পারস্য অধিপতি নাদির শাহ ও মুঘল সম্রাট মহম্মদ শাহ।
কত সালে হয়েছিল ?
⇒ ১৭৩৯ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ নাদির শাহ।
প্রথম কর্নাটকের যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ ফরাসি ও ইংরেজ।
কত সালে হয়েছিল ?
⇒ ১৭৪৬ - ৪৮ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ ফরাসি।
দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ ফরাসি ও ইংরেজ।
কত সালে হয়েছিল ?
⇒ ১৭৪৯ - ৫৪ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ ফরাসি।
অম্বুরের যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ ফরাসি সেনাপতি ডুপ্লে ও আর্কটের নবাব আনোয়ারউদ্দিন।
কত সালে হয়েছিল ?
⇒ ১৭৪৯ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ ডুপ্লে।
সপ্তবর্ষব্যাপী যুদ্ধ (তৃতীয় কর্ণাটকের যুদ্ধ)
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ ফরাসি ও ইংরেজ।
কত সালে হয়েছিল ?
⇒ ১৭৫৬ - ৬৩ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ ইংরেজ।
পলাশীর যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ রবার্ট ক্লাইভ ও সিরাজ-উদ-দৌল্লা।
কত সালে হয়েছিল ?
⇒ ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩ জুন।
কে জয়ী হয়েছিল ?
⇒ রবার্ট ক্লাইভ।
বিদরের যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ রবার্ট ক্লাইভ ও ওলন্দাজ।
কত সালে হয়েছিল ?
⇒ ১৭৫৯ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ রবার্ট ক্লাইভ।
বন্দীবাসের যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ ইংরেজ সেনাপতি আয়ারকুট ও ফরাসি সেনাপতি কাউন্ট লালি।
কত সালে হয়েছিল ?
⇒ ১৭৬০ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ আয়ারকুট।
বক্সারের যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মনরো ও অযোধ্যার নবাব সুজা-উদ-দৌল্লা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, বাংলার নবাব মিরকাশিম।
কত সালে হয়েছিল ?
⇒ ১৭৬৪ খ্রিস্টাব্দে।
কে জয়ী হয়েছিল ?
⇒ ইংরেজ সিনাপতি।
প্রথম ইঙ্গ-মহীশুর যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ হায়দার আলি ও ইংরেজ।
কত সালে হয়েছিল ?
⇒ ১৭৬৭ - ৬৯ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ হায়দার আলি।
দ্বিতীয় ইঙ্গ-মহীশুর যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ হায়দার আলি ও তাঁর পুত্র টিপু সুলতান।
কত সালে হয়েছিল ?
⇒ ১৭৮০ - ৮৪ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ ব্রিটিশ।
তৃতীয় ইঙ্গ-মহীশুর যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ ব্রিটিশ (হায়দ্রাবাদ, মারাঠা ও ত্রিবাঙ্কুরের রাজা দ্বারা সমর্থিত) ও টিপু সুলতান (ফ্রান্স দ্বারা সমর্থিত)
কত সালে হয়েছিল ?
⇒ ১৭৮৯ - ৯২ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ ব্রিটিশ।
চতুর্থ ইঙ্গ-মহীশুর যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ ব্রিটিশ (হায়দ্রাবাদ, মারাঠা ও ত্রিবাঙ্কুরের রাজা দ্বারা সমর্থিত) ও টিপু সুলতান
কত সালে হয়েছিল ?
⇒ ১৭৯৮ - ৯২ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ ব্রিটিশ।
প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ ব্রিটিশ ও মারাঠা।
কত সালে হয়েছিল ?
⇒ ১৭৭৫ - ৮২ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ মারাঠা।
দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ ব্রিটিশ ও মারাঠা।
কত সালে হয়েছিল ?
⇒ ১৮০৩ - ০৫ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ ব্রিটিশ।
তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ ব্রিটিশ ও মারাঠা।
কত সালে হয়েছিল ?
⇒ ১৮১৭ - ১৮ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ ব্রিটিশ।
প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ ব্রিটিশ ও শিখ।
কত সালে হয়েছিল ?
⇒ ১৮৪৫ - ৪৬ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ ব্রিটিশ।
দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ ব্রিটিশ ও শিখ।
কত সালে হয়েছিল ?
⇒ ১৮৪৮ - ৪৯ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ ব্রিটিশ।
ইঙ্গ-নেপাল যুদ্ধ
কাদের মধ্যে হয়েছিল ?
⇒ লর্ড ময়রা ও লেপালি গোর্খা।
কত সালে হয়েছিল ?
⇒ ১৮১৪ - ১৬ খ্রিস্টাব্দ।
কে জয়ী হয়েছিল ?
⇒ ব্রিটিশ।
Tags:
History gk in bengali