Online Bengali Gk Question and answer part - 2 // বাংলা জি কে প্রশ্ন উত্তর।

Online Bengali Gk Question and answer part - 2 // বাংলা জি কে প্রশ্ন উত্তর।

Online Bengali Gk Question and answer part - 2 // বাংলা জি কে প্রশ্ন উত্তর। 


1. ............ সম্বন্ধিত নয় গ্যাসের সূত্র সঙ্গে:
ক. বায়েলের সূত্র।
খ. জুলের সূত্র।
গ. অ্যাভোগাড্রো সূত্র।
ঘ. চালর্সের সূত্র।
উত্তরঃ খ।

2. নিচের সিরিজে যে সংখ্যাটি নেয় তা হল -
3, 5, 9, 11, ?, 33, 65, ..........
ক. 23
খ. 21
গ. 17
ঘ. 15
উত্তরঃ খ।

3. জলে কোন বস্তু ভাসে এটি -
ক. নিউটনের তৃতীয় সূত্র।
খ. হুকের সূত্র।
গ. ফ্যারাডের সূত্র।
ঘ. আর্কিমিডিসের সূত্র।
উত্তরঃ ঘ।

গণিত প্রশ্ন ও উত্তর।

4. Esc  কি টি কোন কাজে ব্যবহার করা যায় না ?
ক. ডায়লগ বক্স বন্ধ করতে।
খ. একটি সিলেক্টেড কমান্ড চালু করতে।
গ. একটি কমান্ড ক্যানসেল করতে।
ঘ. সিলেক্টেড ড্রপ ডাউন লিস্ট বন্ধ করতে।
উত্তরঃ ক।

5. নিচের কোনটি আলোর প্রতিসরণের উদাহরণ নয় ?
ক. তারাদের ঝিকমিক করা।
খ. মরীচিকা।
গ. ল্যাটারাল ইনভারসন।
ঘ. এক মাধ্যম থেকে অন্য্ মাধ্যমে যাবার সময় আলোকের বেঁকে যাওয়া।
উত্তরঃ গ।

6. কি ব্যবহার করা বই পেরিস্কোপে ?
ক. সমতল আয়না।
খ. কনকেভ লেন্স।
গ. প্রিজম।
ঘ. কনভেক্স লেন্স।
উত্তরঃ ক।

7. সালারদং মিউজিয়ামটি কোথায় অবস্থিত ?
ক. কলকাতা।
খ. আহমেদাবাদ।
গ. দিল্লি।
ঘ. হায়দ্রাবাদ।
উত্তরঃ ঘ।

8. কোন ক্রীড়াবিদ গল্ফের সঙ্গে যুক্ত ?
ক. গুরমিত সিং।
খ. এইচ এস প্রণয়।
গ. এস এস পি চৌরাশিয়া।
ঘ. চেতন আনন্দ।
উত্তরঃ গ।

9. শুন্য মাধ্যমে আলোর গতিবেগ আনুমানিক কত মিটার প্রতি সেকেন্ড ?
ক. 3.00 × 108
খ. 3.10 × 108
গ. 3.120 × 108
ঘ. 3.15 × 108
উত্তরঃ ক। 

10. যদি 'due to you' কে সাংকেতিক ভাষায় লেখা হয় 'ba da ca', 'he is due' কে  ' xe ba le' এবং is due to' কে 'ba xe ca' তাহলে 'you' = ?
ক. ba
খ. ca
গ. xe
ঘ. da
উত্তরঃ ঘ।
সিন্ধু সভ্যতার কয়েকটি প্রত্নক্ষেত্র, শহর ও বন্দর সমুহ।
ভারতের উল্লেখযোগ্য গিরিপথ সমূহের তালিকা pdf.

11. CAR = 22 এবং BUS = 42, তাহলে TRAM = ?
ক. 62
খ. 52
গ. 72
ঘ. 42
উত্তরঃ খ।

12. নিন্মলিখিত কোনটি গঙ্গার শাখা নদী নয় ?
ক. যমুনা।
খ. গোমতী।
গ. কোশি।
ঘ. মানস।
উত্তরঃ ঘ।

13. সূর্য থেকে পৃথিবীর আনুমানিক দূরত্ব কত ?
ক. 15.96 × 107km
খ. 14.96 × 107km
গ. 12.96 × 107km
ঘ. 11.96 × 107km
উত্তরঃ খ।

14. নিচের দেওয়া কোনটি বিকল্প শক্তির উৎস নয় ?
ক. সৌর তাপ।
খ. বায়ুপ্রবাহ।
গ. সমুদ্রের ঢেউ।
ঘ. কয়লা।
 উত্তরঃ ঘ।

15. ''করেঙ্গে ইয়া মরেঙ্গে'' কে ডাক দেন ?
ক. জহরলাল নেহেরু।
খ. মহাত্মা গান্ধী।
গ. সুভাষ চন্দ্র বসু।
ঘ. সর্দার প্যাটেল।
উত্তরঃ খ।

1 Comments

Previous Post Next Post