Benglai GK Capsule Part - 1 | বাংলা জি কে পর্ব -১

Benglai GK Capsule Part - 1 | বাংলা জি কে পর্ব -১

Benglai GK Capsule Part - 1 | বাংলা জি কে পর্ব -১


∎ দামোদর নদ-এর উৎপত্তি হয়েছে - 
উত্তরঃ ছোটনাগপুর মালভুমি থেকে। 

∎ ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত ?
উত্তরঃ দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান। 

∎ দামোদর কর্পোরেশন হল - 
উত্তরঃ ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিমূলক সংস্থা।

∎ ভারতে সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হল -
উত্তরঃ খাল সেচ। 

∎ পশ্চিমবঙ্গে সাল গাছ পাওয়া যায় - 
উত্তরঃ বাঁকুড়া জেলা। 

∎ পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা হল -
উত্তরঃ বিটুমিনাস। 

∎ সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র অবস্থিত - 
উত্তরঃ শ্রীহরিকোটা। 

∎ ব্রিটেন এর জাতীয় পশুর নাম - 
উত্তরঃ সিংহ। 

∎ মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নাম - 
উত্তরঃ পেন্টাগন। 

∎ ঘানা দেশটির পূর্ব নাম হল -
উত্তরঃ গোল্ড কোস্ট। 

Post a Comment

Previous Post Next Post