Bengali GK Capsule Part - 5 | বাংলা জি কে পর্ব - ৫

Bengali GK Capsule Part - 5 | বাংলা জি কে পর্ব - ৫

Bengali GK Capsule Part - 5 | বাংলা জি কে পর্ব -  ৫


 হ্যালো বন্ধুরা, 

        আজকে আমরা শেয়ার করছি ১০ টি Bengali GK / GK in Bengali যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুত নিতে সাহায্য করবে। আরও Bengali GK / GK Bengali পড়তে চাইলে, Bengali GK পেজটি দেখতে পারো। 
ভারতের কয়েকটি গুরুত্ব পূর্ণ শহরের পরিবর্তীত নামের তালিকা PDF.

∎ যে পদ্ধতি দ্বারা জলীয় বাষ্পকে বাতাসের থেকে সরিয়ে দেওয়া হয় তাকে কী বলা হয় ?
উত্তরঃ- ডিহিউমিডিফিকেশন। 

∎ Santosh Trophy কোন খেলার সঙ্গে যুক্ত ? 
উত্তরঃ- ফুটবল।  

∎ নিউট্রন কে আবিষ্কার করেন  ?
উত্তরঃ- ক্যাডউইক। 

∎ LHC কোন মেশিনের সংক্ষিপ্ত নাম ?
উত্তরঃ- সার্জ হ্যাডরন কলাইডার। 

∎ স্পেনের বিশ্ববিখ্যাত রাফায়েল নাদাল কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ- টেনিস। 

∎ ' জগতের আলো' কার উপাধি ছিল ?
উত্তরঃ-  মেহেরউন্নিসা। 

∎  লালারসে কোন উৎসেচকটি উপস্থিত থাকে ?
উত্তর – টায়ালিন ।

∎ হাল্লাবোল নাটকটির রচয়িতা কে ?
উত্তর- সফদর হাসিম ।

∎ কর্ণাটক রাজ্যে কোন নাচের উদ্ভব ঘটেছে ?
উত্তর- কথাকলি ।

∎ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কী ?
উত্তর- ডব্লিউ সি ব্যানার্জি। 

Post a Comment

Previous Post Next Post