Bengali GK PDF 2020 Part - 8 | বাংলা জি কে প্রশ্ন ও উত্তর ২০২০ পর্ব - ৮

Bengali GK PDF 2020 Part - 8 | বাংলা জি কে প্রশ্ন ও উত্তর ২০২০ পর্ব - ৮

 Bengali GK PDF 2020 Part - 8 | বাংলা জি কে  প্রশ্ন ও উত্তর ২০২০ পর্ব -  ৮


হ্যালো বন্ধুরা, 
        আজকে আমরা শেয়ার করছি 1০ টি Bengali GK PDF 2020 যা তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুত নিতে সাহায্য করবে। আরও Gk for Competitive Exam in Bengali পড়তে চাইলে, Bengali GK পেজটি দেখতে পারো। নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করে Bengali GK PDF 2020 টি Download করে নাও। 

* পাকিস্তানের সবচাইতে শক্তিশালী গুপ্তচর সংস্থাটির নাম কি ?
উত্তর : ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI).

*  আন্তর্জাতিক বয়স্ক দিবস কবে পালন করা হয় ?
উত্তর : ১ অক্টোবর।

* রেয়ন কি থেকে তৈরি হয় ?
উত্তর : সেলুলোজ।

* মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে সাহায্য করে কোন জাতীয় শস্য ?
উত্তর : ডাল জাতীয় শস্য।

* মহাকবি কালিদাস কোন যুগের কবি ছিলেন ?
উত্তর : গুপ্ত যুগের।

* 'দায়ভাগ' গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর : জীমূতবাহন।

* ডুয়ার্সের স্থানীয় নাম কি ?
উত্তর : মোরং ।

* ভারতের খনিজ তেল প্রথম কোথায় আবিষ্কার হয় ?
উত্তর : ডিগবয়।

* পোড়া চুনের রাসায়নিক নাম কি ?
উত্তর : ক্যালসিয়াম অক্সাইড ।

* নিরক্ষরেখায় পৃথিবীর গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার ?
উত্তর : ১৬৩০.

PDF Details : 
Name : Bengali GK PDF 2020 Part - 7.
Language : Bengali. 
Size : 60 KB
Page No : 1.
Download Link : Click Here.

Post a Comment

Previous Post Next Post