Geography short question and answer in Bengali part 1(ভূগোল প্রশ্ন ও উত্তর)

Geography short question and answer in Bengali part 1(ভূগোল প্রশ্ন ও উত্তর)

 Geography short question and answer in Bengali part 1(ভূগোল প্রশ্ন ও উত্তর)


হ্যালো বন্ধুরা, 
আজকে আমরা তোমাদের সাথে 25 টি‌ geography short question and answer for competitive exam শেয়ার করছি। আরো আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে থাকো।

1. রাশিয়ান মহাকাশচারী ইউরি গ্যাগারিন সর্বপ্রথম মহাকাশে পাড়ি দিয়েছিলেন ?
উত্তর : 1961 খ্রিস্টাব্দে।

2. সৌরজগতের গ্রহগুলির মধ্যে আয়তন হিসেবে দ্বিতীয় তম গ্রহটির নাম কি ?
উত্তর : শনি।

3. পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহটির নাম কি ?
উত্তর : শুক্র।

4. সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি বায়ুমন্ডলের কোন স্তর শোষণ করে ?
উত্তর : স্ট্রাটোস্ফিয়ার।

5. জিপিএস (GPS) এর পুরো নাম কি ?
উত্তর : Global Positioning System.

6. পৃথিবীর মেরু ব্যাস ও নিরক্ষীয় ব্যাস এর মধ্যে পার্থক্য কত কিলোমিটার ?
উত্তর : 43 কিলোমিটার।

7. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহের নাম কি ?
উত্তর : বুধ ।

8. বুধ গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় নেয় ?
উত্তর : 87.97 দিন।

9. লিপিয়ার বা অধিবর্ষ বলা হয় কত দিনের বছরকে ?
উত্তর : 366 দিন।

10. পৃথিবীর অপসূর অবস্থান কোন দিনটিকে বলা হয় ?
 উত্তর : 4 ঠা জুলাই।

11. পৃথিবীর অনুসুর অবস্থান বলা হয় কোন দিনটিকে ?
উত্তর : 3 রা জানুয়ারি।

12. ম্যাগনেটাইট লৌহ আকরিক এর রং কি রকম হয় ?
উত্তর : কালো।

13. বিটুমিনাস জাতীয় কয়লার কার্বনের পরিমাণ উল্লেখ করো ?
উত্তর : 50 - 85% ।

14. তরল সোনা কাকে বলা হয় ?
উত্তর : পেট্রোলিয়াম।

15. মহাকাল পর্বত থেকে কোন নদীর উৎপত্তি লাভ করেছে ? 
উত্তর : নর্দমা।

16. আইজল ভারতের কোন রাজ্যের রাজধানী নাম ?
উত্তর : মিজোরাম।

17. ভারতবর্ষের কোন শহর ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত ?
উত্তর : শ্রীনগর।

18. কাগজ শিল্পের জন্য বিখ্যাত - 
উত্তর : ত্রিবেণী ।

19. ভারতের ধান গবেষণাগার টি কোন শহরে অবস্থিত ?
উত্তর : উড়িষ্যার কটক এ অবস্থিত।

20. মহা নদীর তীরে অবস্থিত একটি শহরের নাম উল্লেখ করো ?
উত্তর : কটক।

21. ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত ?
উত্তর : মনিপুর।

22. কোন শহরকে নীরব শহর বলা হয় ?
উত্তর : রোম ।

23. সুয়েজ ক্যানেল কোন দেশে অবস্থিত ?
উত্তর : ইজিপ্টে।

24. দক্ষিণ মেরুর তুলনায় উত্তর মেরুতে সূর্যকে টানা কতদিন বেশি দেখতে পাওয়া যায় ?
উত্তর : 9 দিন।

25. মকর সংক্রান্তি কোন দিনটিকে বলা হয় ? 
উত্তর : 22 শে ডিসেম্বর।

Post a Comment

Previous Post Next Post