GK for competitive exam in Bengali Part - 1 // বাংলা জিকে প্রশ্ন উত্তর

GK for competitive exam in Bengali Part - 1 // বাংলা জিকে প্রশ্ন উত্তর

 GK for competitive exam in Bengali Part - 1 // বাংলা জিকে প্রশ্ন উত্তর।


General knowledge in Bengali

1. সংগীতশিল্পী সুনীল গাঙ্গুলী কিসের সঙ্গে যুক্ত ?
⇒ গিটার।

2. নিকোটিন উপক্ষারটি কোথায় পাওয়া যায় ?
⇒ তামাক গাছের পাতায়।

3. পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কি হয় ?
⇒ শূন্য।

4.রাষ্ট্র সর্বাপেক্ষা রাজস্ব আয় করে কোথা থেকে ?
⇒ বাণিজ্যিক কর।

5.আমাদের দেশের বৈদেশিক মুদ্রা তহবিল কে রক্ষা করে ?
⇒ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

6.ভারতের কোন রাজ্যে ম্যাঙ্গানিজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ?
⇒ মধ্যপ্রদেশ।

7.ভারতের বেশিরভাগ সোনা প্রায় 99 শতাংশ কোন রাজ্য থেকে পাওয়া যায় ?
⇒ কর্ণাটক।

8. বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন ?
⇒ তিতুমীর।

9.গান্ধীজীর ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?
⇒ রাওলাট সত্যাগ্রহ।

10. কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?
⇒ 1817

11. হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর - 
⇒ স্থিতি শক্তি বৃদ্ধি পায়।

12. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ? 
⇒ 0.01mg/litre.

13. সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হল - 
⇒ নিউক্লিয় সংযোজন।

14. কোচবিহার ট্রফি দেওয়া হয় কোন খেলায় ?
⇒ ক্রিকেট।

15.তিব্বতীরা যে দিনটি অভ্যুত্থানের দিন বলে মানেন তা হল - 
⇒10 মার্চ।

16. কোষ চক্রের কোন দশায় DNA-র দ্বিত্বকরণ ঘটে ?
⇒ S দশা।

17. বন্দেমাতরম কে রচনা করেন ?
⇒ বঙ্কিমচন্দ্র।

18.এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের কীর্তি বর্ণনা করা হয়েছে ?
⇒ সমুদ্র গুপ্ত।

19.মরুদ্দ্যান সৃষ্টির মূলে বায়ুর কোন ক্রিয়াটি দায়ী ?
⇒ অবঘর্ষ।

20. ঝুম বলতে কী বোঝো ?
⇒ এক ধরনের চাষ।

21. নাদির শাহ 1739 সালে কার আমলে ভারত আক্রমণ করেছিল ?
⇒মহম্মদ শাহ।

22.দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন দেবতার উপাসক ছিলেন ?
⇒ বিষ্ণুর।

23. ভারতে প্রথম কবে দশমিক মুদ্রা প্রচলন শুরু হয় ?
⇒1957 সালের 1লা এপ্রিল।

24.ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট কোন দেশের সহায়তায় প্রেরণ করা হয় ?
⇒ সোভিয়েত রাশিয়া।

25. সতীদাহ প্রথা কবে রদ করা হয় ?
⇒ 1829

* এ ধরনের আরও বাংলা জি কে প্রশ্ন ও উত্তর পড়ার জন্য আমাদের Bengali GK পেজটি দেখুন।

Post a Comment

Previous Post Next Post