15 Math Short Cut Tricks With Answer in Bengali Language Set - 2 || Mymathslz.in

15 Math Short Cut Tricks With Answer in Bengali Language Set - 2 || Mymathslz.in

 15 Math Short Cut Tricks With Answer in Bengali Language Set - 2 || Mymathslz.in

আরও অংকের জন্য আমাদের Mathematics পেজটি দেখতে পারো। 




1. একটি হোস্টেলের ছাত্র দের মধ্যে 65% মাংস খায়, 55% মাছ খাই ও 40% মাংস ও মাছ দুটোই খায়। তাহলে শতকরা কতজন লোক মাছ ও মাংস কোনটাই খাই না ?
A) 15%
B) 24%
C) 25% 
D) 27%

2. দুই বোন সীতা ও গীতার গড় বয়স 9 বছর।যদি তাদের বাবার বয়স যোগ করা হয় তবে তাদের গড় বয়স 9 বছরের বেশি হয়। তবে তাদের বাবার বয়স কত বছর ?
A) 42
B) 36  
C) 45
D) 46

3. কোন 3 অংক বিশিষ্ট দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 18000 ও 15 হলে, সংখ্যা দুটি নির্ণয় করো ?
A) 450, 200
B) 120, 300
C) 180, 600
D) 120, 225

4.  150 কিমি দূরত্ব 33  দ্রব্য নিয়ে যাওয়ার জন্য 42 টাকা ভাড়া নেই। তবে 35 টাকা ভাড়ায় কত দ্রব্য 120 কিমি নিয়ে যাবে ?
A) 275/8
B) 265/8 
C) 275/6
D) 275/9

5. জ্যাক একটি পোশাক 1440 টাকায় বিক্রি করল এবং তাতে তার লাভ হল 20 শতাংশ। তাহলে পোশাক ক্রয় মূল্য কত টাকা ?
A) 1600
B) 1400
C) 1200
D) 900

6. একটি ঘড়ির নির্ধারিত মূল্য 4750 টাকা, দোকানি সেই ক্ষতিতে বিক্রি করে 12% ছুটে, যদি দোকানি ঘড়িটিকে 3850 টাকায় কিনে ছিল, তবে তার লাভ কত টাকা হল ?
A) 400
B) 345
C) 360
D) 330

7. একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 মিনিট দ্রুত চলে, যদি ঘড়িটিকে দুপুর বারোটায় ঠিক করা হয় এবং এই সময় ঘড়িটিকে সময় দেখায় সাড়ে ছয়টায়, তবে সঠিক সময় কত ?
A)  5 pm 
B) 6.30 pm
C) 6.05 pm
D) 5.55 pm 

8. একটি ট্রেন 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে। যদি ট্রেনটির দৈর্ঘ্য 400 মিটার হয়, নেবে একটি ইলেকট্রিক পোল কে অতিক্রম করতে ?
A) 20 sec
B) 14 sec
C) 15 sec
D) 18 sec
 
9. 54 জন ছাত্রের একটি ক্লাসে 24 জন দুধ খায়, 28 জন চা খায় এবং 8 জন কোন কিছুই খায় না, তাহলে কতজন ছাত্র দুধ ও চা দুটোই খায় ?
A) 4
B) 5
C) 8
D) 6

10. সঠিক চিহ্ন গুলি চিহ্নিত করো 
34 16 4 12 = 26 
A) × , - , ÷
B) + , - , ÷
C) + , ÷ , +
D) + , ÷ , - 

11. যদি জাহুবী 1,25,000 টাকা জটিল সুদে যা হিসাব করা হয় বার্ষিক, ধার নেই, তাহলে দু'বছর পরে তাকে মোট কত টাকা দিতে হবে ? 
A) 1,45,800
B) 1,45,000
C) 2,00,000
D) 1,15,000
 
12. যদি √(x^2+y^2 )=25  এবং y=2x  হয়, তাহলে x হচ্ছে 
A)  1 
B) √5
C) √125
D 5

13. একটি 12 মিটার রডকে 25 টি সমান টুকরো করা হল, তাহলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে ? 
A) 48 cm
B) 12 cm
C) 36 cm
D) 50 cm
13. সমাধানঃ A
    (12×100)/25

14. যদি একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি হয়, যার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ , তাহলে আয়তক্ষেত্রটির আয়তন কত ? 
A)  30 বর্গসেমি 
B) 38 বর্গসেমি
C) 32 বর্গসেমি 
D) 36 বর্গসেমি  

15. যদি A 109 টা গাড়ি 2,64,89,071 টাকায় কেনে, তাহলে একটি গাড়ির মূল্য কত ? 
A) 243017
B) 343019
C) 234019
D) 243019
সমাধানঃ
1.  সমাধানঃ C
  মাংস খাই = (65% - 40%)  = 25%
  মাছ খাই = (55% - 40%) = 15%
   মাছ ও মাংস উভয়েই খাই না = 100 - (25 + 15 + 40) 
                                           = 25% 
2. সমাধানঃ B 
বাবার বয়স  = {3 × (9 + 9)} – (9 × 2) = 36  

3. সমাধানঃ D 
   1800/15=15, সাম্ভাব্য সংখ্যাগুলি হল – 1, 120 বা 3, 40 বা 5, 24 বা 8, 15 , তাই তিন অঙ্কের সংখ্যা দুটি হবে ? 
  15x = 15 × 8 =120
  15y =  15 × 15 = 225 

4. সমাধানঃ A
  PDF দেখুন । 

5. সমাধানঃ C 
   100/120×1440=1200

6.  সমাধানঃ D 
  12% ছাড় দেওয়ার পর  88/100×4750=4180 টাকা । 
ঘড়ি বিক্রি করে লাভ = (4180 - 3850) = 330 টাকা ।

7. সমাধানঃ B 
6 × 5 = 30 মিনিট । 

8. সমাধানঃ D
       (3600×400)/80000=18

9. সমাধানঃ D
   চা না হয় ও দুধ উভয়েই খাই = 54 – 8 = 46 জন । 
     দুধ এবং চা উভয়ই খাই তাদের সংখ্যা হল = 24 + 28 – 46 = 6 

10. সমাধানঃ D

11. সমাধানঃ  A 
  PDF দেখুন ।

12. সমাধানঃ  C 
  PDF দেখুন । 

14. সমাধানঃ C 
 ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x cm 
 দৈর্ঘ্য = 2x cm
2(2x + x) = 24 
 x = 4 Cm 
আয়তন =  2x2= 2 × 4 × 4 = 32 বর্গ সেমি ।

15. সমাধানঃ D 

Post a Comment

Previous Post Next Post