চাকরির পরীক্ষার অঙ্ক প্রশ্ন ও উত্তর || ম্যথ প্র্যাকটিস সেট – ২
আজকে আমরা শেয়ার করব চাকরির পরীক্ষার 5 টি অঙ্ক প্রশ্ন উত্তর। অঙ্ক গুলির সমাধান নীচের দেওয়া pdf টিতে করে দেওয়া হয়েছে। চাকরির পরীক্ষার ম্যাথ প্র্যাকটিস সেট গুলি - ক্লিক করুন ।
1. রাখাল বাবু তাঁর মোট সম্পত্তির 1/4 অংশ স্ত্রীকে দিলেন এবং তাঁর তিন সন্তানকে 3 : 2 : 5 অনুপাতে ভাগ করে দিলেন । যদি প্রথম পুত্রের প্রাপ্য 150000 টাকা হয় । তবে রাখাল বাবুর মোট সম্পত্তির পরিমাণ কত ?
(a) 500000
(b) 450000
(c) 300000
(d) 1500000
2. 1/a=4 ও 1/b=7 হলে a+b=?
(a) 11
(b) 11/13
(c) 28/13
(d) 11/28
3. 90000 টাকা 5% সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা হবে হিসাব করি ।
(a) 225
(b) 465
(c) 250
(d) 175
4. একটি নির্বাচনী সভাতে অজয় 8/15 অংশ ভোট পান এবং সুজয় 4900 টি ভোট পায় । 1/6 অংশ ভোট বাতিল হলে মোট কত জন ভোটার দিয়েছিল ?
(a) 10500
(b) 12600
(c) 12000
(d) 16000
5. একটি মালবাহী ট্রেন একটি সেতুকে 18 মিনটে অতিক্রম করে । ট্রেনটির গতিবেগ যদি 5 কিমি / ঘণ্টা হয়, তবে সেতুটির দৈর্ঘ্য কত ?
(a) 150 মিটার ।
(b) 5000 মিটার ।
(c) 1500 মিটার ।
(d) 1600 মিটার ।
➥ আমাদের চাকরির পরীক্ষার জন্য গণিত পেজটি দেখুন - ক্লিক করুন।
➥ চাকরির পরীক্ষার অঙ্ক প্রশ্ন ও উত্তর ১ - ক্লিক করুন ।
PDF Details:
PDF Name : - চাকরির পরীক্ষার অঙ্ক প্রশ্ন ও উত্তর || ম্যথ প্র্যাকটিস সেট – ২
PDF Size : - 358 KB
PDF Language : - Bengali
PDF Page No : - 1
PDF Download Link : - Click here to download pdf.