বাংলা জিকে ক্যাপসুল PDF পর্ব - ১৮ || Bengali GK capsule pdf part - 18
1. দীন-ই-ইলাহির সদস্য হন -
উত্তরঃ বীরবল।
2. ভারতের রাষ্ট্র ব্যবস্থা হল -
উত্তরঃ গণতান্ত্রিক।
3. কে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পারেন -
উত্তরঃ সংসদ।
4. বাংলার মসনদে সিরাজউদ্দৌলা বসেন -
উত্তরঃ 1756 সালে।
5. ভারতের কোন রাজ্যে প্রথম সবুজ বিপ্লব ঘটে -
উত্তরঃ পাঞ্জাব ও হরিয়ানা।
6. লর্ড কর্নওয়ালিস কোন আইন প্রবর্তন করেন ?
উত্তরঃ সূর্যাস্ত।
7. অবনীন্দ্রনাথ ঠাকুর কোন বিখ্যাত ছবি এঁকেছেন ?
উত্তরঃ ভারতমাতা।
8. মনিপুর রাজ্যের একটি বিখ্যাত হ্রদের নাম হল -
উত্তরঃ লোকটাক হ্রদ।
9. ভারতী হলো ভারতের কুমেরুতে -
উত্তরঃ তৃতীয় গবেষণা কেন্দ্র।
10. Yoshihide Suga কোন দেশের বর্তমান প্রধানমন্ত্রী ?
উত্তরঃ জাপান।
* জিকে ক্যাপসুল PDF - ক্লিক করুন।
PDF Details:
PDF Name : - জিকে ক্যাপসুল PDF পর্ব - ১৮
PDF Size : - 280 KB
PDF Language : - Bengali
PDF Page No : - 1
PDF Download Link : - Click here to download pdf.
Tags:
Bengali gk