বাংলা জিকে ক্যাপসুল PDF পর্ব - ১৯ || Bengali GK capsule pdf part - 19
1. বুলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ হকি।
2. বায়ুমণ্ডলের কোন গ্যাস সবচেয়ে বেশি পাওয়া যায় ?
উত্তরঃ নাইট্রোজেন।
3. হিমোগ্লোবিন মানব দেহের কি কাজ করে ?
উত্তরঃ বিভিন্ন কলাতে অক্সিজেন সরাবরাহ করা ।
4. ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম ?
উত্তরঃ জাপান।
5. কোন ভারতীয় কঠিন কঠিন অঙ্ক মুখে মুখে সমাধান করার জন্য বিখ্যাত ?
উত্তরঃ শকুন্তলা দেবী।
6. আমজাদ আলি খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ?
উত্তরঃ সরোদ।
7. নীল আলোতে একটি লেন্সের সাম্ভাব্য ফোকাস 24.5 সেমি হলে, লাল আলোতে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে ?
উত্তরঃ 25 সেমি।
8. 'ভালোমানুষ' নাটকের পরিচালকের নাম কি ?
উত্তরঃ অজিতেশ বন্দ্যোপাধ্যায়।
9. গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ 1931 সালে।
10. ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে কোন নৌ মহড়া চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ AUSINDEX 2021.
* জিকে ক্যাপসুল PDF - ক্লিক করুন।
PDF Details:
PDF Name : - জিকে ক্যাপসুল PDF পর্ব - ১৯
PDF Size : - 280 KB
PDF Language : - Bengali
PDF Page No : - 1
PDF Download Link : - Click Here.
Tags:
Bengali gk