কৃষি প্রযুক্তি সহায়ক পদে 1200 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি

কৃষি প্রযুক্তি সহায়ক পদে 1200 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি

 কৃষি প্রযুক্তি সহায়ক পদে 1200 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি


পশ্চিমবঙ্গ সরকার প্রায় 1200 জন ছেলেমেয়ে নিয়োগ করবে কৃষি দপ্তরের বিভিন্ন জেলা অফিস ও অন্যান্য অফিসে কাজের জন্য "কৃষি প্রযুক্তি সহায়ক" পদে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এই "কৃষি প্রযুক্তি সহায়ক" পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। 

এখনো পাবলিক সার্ভিস কমিশন অফিশিয়াল কোন নোটিফিকেশন জারি করেনি। তবে আশা করা যায় নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন "কৃষি প্রযুক্তি সহায়ক" পদে লোক নিয়োগ করার জন্য শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে।

কৃষি প্রযুক্তি সহায়ক পদের শিক্ষাগত যোগ্যতা - 

কৃষি প্রযুক্তি সহায়ক পদে আবেদন করতে পারবে যে কোন শাখায় উচ্চমাধ্যমিক পাস ছেলেমেয়েরা, এছাড়াও যারা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট তারাও আবেদনযোগ্য।

কৃষি প্রযুক্তি সহায়ক পদের বয়স সীমা কত - 

কৃষি প্রযুক্তি সহায়ক পদে আবেদন করতে গেলে বয়স হতে হবে 18 বছর থেকে 40 বছরের মধ্যে। কারা কারা বয়সে ছাড় পাবেন নিচে তাদের একটি লিস্ট দেওয়া হল -

* তপশিলী - 5 বছর।
* ওবিসি - 3 বছর।
* দৈহিক প্রতিবন্ধী - 8 বছর।
* প্রাক্তন সমর কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে।

কৃষি প্রযুক্তি সহায়ক পদের সিলেবাস - 

প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে 120 নাম্বারের 120 টি প্রশ্ন থাকবে অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের। অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন গুলি আসবে ইংরেজি, জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক থেকে।

দ্বিতীয় পর্বের পরীক্ষাটি হবে বর্ণনামূলক (Descriptive) টাইপের। ইংলিশ বিষয়ের 30 নম্বরের এবং সময় থাকবে দেড় ঘন্টা।

উল্লেখ্য দুটি পরীক্ষা অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষা দুটি একই দিনে অনুষ্ঠিত হইবে। 

কৃষি প্রযুক্তি সহায়ক পদের মূল মাইনে বেতন কত টাকা ?

কৃষি প্রযুক্তি সহায়ক পদের মূল মাইনে হচ্ছে : 
5,400 - 25,200 টাকা এবং গ্রেট পে 2,900 টাকা। শুরুতে প্রায়  মাসে মাইনে হবে 25 হাজার টাকা।

কৃষি প্রযুক্তি সহায়ক পদের নিয়োগ প্রক্রিয়া -

কৃষি প্রযুক্তি সহায়ক পদের প্রার্থীদের নিয়োগ করবেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন "কৃষি প্রযুক্তি সহায়ক রেক্রুটমেন্ট" পরীক্ষার মাধ্যমে। কৃষি প্রযুক্তি সহায়ক পদে নিয়োগ করার জন্য দুটি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নিয়ে থাকবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।

এখনো পাবলিক সার্ভিস কমিশন কৃষি প্রযুক্তি সহায়ক পদে নিয়োগ করার জন্য কোন অফিশিয়াল নোটিফিকেশন জারি করেনি। সম্ভবত নতুন বছরের জানুয়ারি মাসে নোটিসে জারি করবে। আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেটের জন্য। 

চাকরীর প্রার্থীরা নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করে অনলাইনে মক টেস্ট গুলি দিয়ে দেখতে পারেন, আপনার প্রস্তুতি কেমন চলছে ?

Post a Comment

Previous Post Next Post