কারেন্ট অ্যাফেয়ার্স PDF / Daily current affairs PDF GK in Bengali (15/12/2020)

কারেন্ট অ্যাফেয়ার্স PDF / Daily current affairs PDF GK in Bengali (15/12/2020)

 কারেন্ট অ্যাফেয়ার্স PDF / Daily current affairs PDF GK in Bengali (15/12/2020)

হ্যালো বন্ধুরা,
          আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স PDF / Daily current affairs PDF GK in Bengali (15/12/2020), বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর গুলি কমন যোগ্য হবে। 

এ ছাড়াও এই ধরনের প্রতিদিন পোস্ট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে Join হয়ে থাকতে পারো।

* আরো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য আমাদের Daily Current Affairs পেজটি দেখতে পারো।

1. সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী Climate Change Performance Index 2021 এ ভারতের স্থান কত ?
উত্তর : 10th.

2. ভারত সরকার COVID - 19 সরবরাহের জন্য কোন অ্যাপস লঞ্চ করতে চলেছে ?
উত্তর : CO-WIN.

3. পশ্চিমবঙ্গের কোথায় প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে ?
উত্তর : তাজপুর।

4. কোন ব্যাংক "অর্থ নির্ভর মহিলা যোজনা" চালু করছে ?
 উত্তর : Bank of Baroda.

5. প্রতিবছর International Mountain Day কবে পালন করা হয় ?
উত্তর : 11 ডিসেম্বর।

6. 2023 সালে কোথায় India Ocean Iceland Games অনুষ্ঠিত হবে ?
উত্তর : মাদাগাস্কার।

7. সম্প্রতি বিহারের শোন নদীর উপর কে "কালোয়ার" সেতু উদ্বোধন করল ?
উত্তর : নীতিন গড়করী।

8. প্রতিবছর কোন দিনটি "ইউনিসেফ দিবস" হিসাবে পালন করা হয় ?
উত্তর : 11 ডিসেম্বর।

9. 2020 সালে ভারতে গুগলের সব চাইতে বেশি সার্চ হয়েছে কোন বিষয়ে ?
উত্তর : IPL.

10. সম্প্রতি রিপোর্ট অনুযায়ী এভারেস্টের উচ্চতা কত হয়েছে ?
উত্তর : 8848.86 মিটার।

File Details :
File Name : কারেন্ট অ্যাফেয়ার্স PDF (15/12/2020)
File Size : KB
Language : Bengali.
File Format : PDF
Page No : 1

Post a Comment

Previous Post Next Post