কারেন্ট অ্যাফেয়ার্স PDF / Daily current affairs PDF GK in Bengali (13/12/2020)

কারেন্ট অ্যাফেয়ার্স PDF / Daily current affairs PDF GK in Bengali (13/12/2020)

 কারেন্ট অ্যাফেয়ার্স PDF / Daily current affairs PDF GK in Bengali (13/12/2020)

হ্যালো বন্ধুরা,
          আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স PDF / Daily current affairs PDF GK in Bengali (13/12/2020), বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর গুলি কমন যোগ্য হবে। 

এ ছাড়াও এই ধরনের প্রতিদিন পোস্ট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে Join হয়ে থাকতে পারো।

* আরো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য আমাদের Daily Current Affairs পেজটি দেখতে পারো।

1. বিচারপতি বিজয়কৃষ্ণ প্যাটেল কোন রাজ্যের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন ?
উত্তর : উড়িষ্যা।

2. দ্বিতীয় দেশ হিসেবে কোন দেশ চাঁদের মাটিতে পতাকা উত্তোলন করল ?
উত্তর : চীন।

3. 2021 সালে এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ?
উত্তর : শ্রীলংকা। 2022 সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তান।

4. কোন রাজ্য সরকার একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীর জন্য"Learnytic" অ্যাপ লঞ্চ করল ?
 উত্তর : ঝাড়খন্ড। মুখ্যমন্ত্রী - হেমন্ত সরেন, রাজ্যপাল - দ্রৌপদী মুর্ম, রাজধানী - রাঁচি।

5. কোন রাজ্য সরকার "Mera Covind Kendra" অ্যাপ লঞ্চ করছে ?
উত্তর : উত্তর প্রদেশ। মুখ্যমন্ত্রী - যোগী আদিত্যনাথ, রাজ্যপাল - আনন্দীব্যান প্যাটেল।

6. "2021 World Economic Forum"কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তর : সুইজারল্যান্ড। সদর দপ্তর - সুইজারল্যান্ড, প্রতিষ্ঠা - 1971 সাল।

7. সম্প্রতি দান্দুপুর রেলওয়ে স্টেশন এর নাম পরিবর্তন করে কি রাখা হলো ?
উত্তর : মা বারাহী দেবী ধাম। উত্তরপ্রদেশে অবস্থিত।

8. 2020 সালে দাদাসাহেব ফালকে আইকন অ্যাওয়ার্ডে কাকে সম্মানিত করা হয়েছে ?
উত্তর : অনঈশা বিশ্বাস।

9. ভারতের প্রথম কোন রাজ্যে "টায়ের পার্ক" তৈরি হতে চলেছে ?
উত্তর : পশ্চিমবঙ্গ।

10. দেশে সবচেয়ে ছোট প্রজাতির বানর দেখা গিয়েছে ?
উত্তর : ব্রিটেন।

File Details :
File Name : কারেন্ট অ্যাফেয়ার্স PDF (13/12/2020)
File Size : 378 KB.
Language : Bengali.
File Format : PDF
Page No : 1

Post a Comment

Previous Post Next Post