কারেন্ট অ্যাফেয়ার্স PDF / Daily current affairs PDF GK in Bengali (14/12/2020)

কারেন্ট অ্যাফেয়ার্স PDF / Daily current affairs PDF GK in Bengali (14/12/2020)

 কারেন্ট অ্যাফেয়ার্স PDF / Daily current affairs PDF GK in Bengali (14/12/2020)

হ্যালো বন্ধুরা,
          আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স PDF / Daily current affairs PDF GK in Bengali (14/12/2020), বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর গুলি কমন যোগ্য হবে। 

এ ছাড়াও এই ধরনের প্রতিদিন পোস্ট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে Join হয়ে থাকতে পারো।

* আরো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য আমাদের Daily Current Affairs পেজটি দেখতে পারো।

1. 2021 সালে কোন দেশ ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজিত হবে ?
উত্তর : জাপান।

2. সম্প্রতি Dictionary.com কোন শব্দটিকে World of the year 2020 ঘোষণা করেছে ?
উত্তর : Pandemic.

3. প্রতিবছর কোন দিনটি সশস্ত্র সেনাবাহিনী ধস দিবস হিসেবে পালন করে ?
উত্তর : 7th December.

4. কোন বেসরকারি ব্যাংক imobile pay নামে mobile-payment অ্যাপ চালু করল ?
 উত্তর : ICICI Bank. সদর দপ্তর হল - মুম্বাই।

5. প্রতিবছর কোন দিন Human Rights Day পালন করা হয় ?
উত্তর : 10th December.

6. 2021 সালে বিশ্ব ক্ষুধা সূচক হিসাবে ভারতের স্থান কত ?
উত্তর : 10th.

7. কে বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে কোভিড টিকা পেলেন ?
উত্তর : মার্গারেট কিনান।

8. 2021 সালে কোন টেলিকম সংস্থা ভারতে 5G পরিষেবা চালু কথা ঘোষণা করেছে ? 
উত্তর : JIO.

9. International Anti Corruption Day কবে পালিত হয় ?
উত্তর : 9th December.

10. 2020 Rabindranath Tagore literacy prize কে পেলেন ?

উত্তর : রাজ কমল ঝাঁ।("The City and The Sea" - Novel এর জন্য)

File Details :
File Name : কারেন্ট অ্যাফেয়ার্স PDF (14/12/2020). 
File Size : 364 KB
Language : Bengali.
File Format : PDF
Page No : 1

Post a Comment

Previous Post Next Post