Class 6 Maths in Bengali Medium wbbse || ৬ষ্ঠ শ্রেণীর গণিত সমাধান পূর্বপাঠের পুনরালোচনা নিজে করিঃ 1.2 / 1.3 / কষে দেখিঃ 1.2

Class 6 Maths in Bengali Medium wbbse || ৬ষ্ঠ শ্রেণীর গণিত সমাধান পূর্বপাঠের পুনরালোচনা নিজে করিঃ 1.2 / 1.3 / কষে দেখিঃ 1.2





Class 6 Maths in Bengali Medium wbbse || ৬ষ্ঠ শ্রেণীর গণিত সমাধান পূর্বপাঠের পুনরালোচনা

Class 6 math solution wbbse
         আমাদের আজকের এই pdf টিতে ষষ্ঠ শ্রেণীর (পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ) পূর্বপাঠের পুনরালোচনা থেকে নিজে করিঃ 1.2 / নিজে করিঃ 1.3 / কষে দেখিঃ 1.2 অধ্যাই গুলি আলোচনা করা হয়েছে। নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করে pdf টি ডাউনলোড করে নাও। ষষ্ঠ শ্রেণীর আধ্যায়ভিত্তিক গণিত গুলির জন্য এখানে ক্লিক করো।

 নিজে করিঃ 1.2

ছক থেকে 20 টি যৌগিক সংখ্যা, 5 টি মৌলিক সংখ্যা ও 15 টি জোড় সংখ্যা বা জুগ্ম সংখ্যা লিখি।
 উত্তরঃ 
           20 টি যৌগিক সংখ্যা হল – 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16, 18, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 30, 32 
           5 টি মৌলিক সংখ্যা হল – 2, 3, 5, 7, 11
           15 টি জোড় সংখ্যা বা জুগ্ম সংখ্যা হল – 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30

নিজে করিঃ 1.3

101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লিখি। 
উত্তরঃ 
       101, 103, 107, 109, 113, 127, 131, 137, 139, 149, 151, 157, 163, 167, 173, 179, 181, 191, 193, 197, 199 
কষে দেখিঃ 1.2

1. মনে মনে করিঃ 
     (a) শূন্য ছাড়া 5 –এর 6 টি গুনিতক খুজি।
     উত্তরঃ 5 × 1 = 5
               5 × 2 = 10
               5 × 3 = 15 
               5 × 4 = 20
               5 × 5 = 25
               5 × 6 = 30 
শূন্য ছাড়া 5 –এর 6 টি গুনিতক হল 5, 10, 15, 20, 25 ও 30 

(b) 7 –এর 3 টি গুনিতক খুজি যারা 50 এর বড়ো।
     উত্তরঃ 7 –এর 3 টি গুনিতক যারা 50 -এর বড়ো = 56, 63,70

(c) দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4 –এর গুনিতক। 
     উত্তরঃ 12 ও 16 হল 2 অঙ্কের সংখ্যা যা 4 এর গুনিতক। 

(d) 4 এর কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি। 
     উত্তরঃ 24, 28, 32 

(e) এমন দুটি সংখ্যা খুঁজি যাদের ল.সা.গু 12 এবং যাদের যোগফল 10 . 
     উত্তরঃ 4 ও 6 এর ল.সা.গু 12 এবং যোগফল 10 
.
2. (a) 14 এর মৌলিক উৎপাদক কী কী ? 
     উত্তরঃ 14 = 7 × 2 অর্থাৎ 14 এর মৌলিক উৎপাদক হল – 2 ও 7 

   (b) সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা কী ? 
     উত্তরঃ 2 সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা । 

   (c) কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয় ? 
     উত্তরঃ 1 সংখ্যাটি মৌলিকও নয় আবার যৌগিকও নয় । 

3. (A) 42 কোন সংখ্যার গুনিতক – (a) 7 (b) 13 (c) 5 (d) 6 
     উত্তরঃ (a) 7 ও (d) 6 

     (B) 11 কোন সংখ্যার গুণনীয়ক – (a) 101 (b) 111 (c) 121 (d) 112
     উত্তরঃ (c) 121 

4. সংখ্যাজোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখিঃ (a) 5,7 (b) 10,21 (c) 10, 15 (d) 16,15 
     উত্তরঃ (a) 5,7 (b) 10,21 (d) 16,15

5. এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক ? 
     উত্তরঃ 9,10  ও 15,16 দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। 

6. (a) পরস্পর মৌলিক সংখ্যার গ. সা. গু. কত লিখি। 
     উত্তরঃ পরস্পর মৌলিক সংখ্যার গ. সা. গু. = সংখ্যা দুটির গুণফল

    (b) পরস্পর মৌলিক সংখ্যার ল. সা. গু. কত লিখি। 
     উত্তরঃ পরস্পর মৌলিক সংখ্যার ল. সা. গু. = সংখ্যা দুটির গুণফল। 

7. নীচের সংখ্যাগুলি 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গ. সা. গু. খুঁজি – 
(a) 22, 44 (b) 54,72 (c) 27, 64 (d) 36, 30 (e) 28, 35, 49 (f) 30, 72, 96 (g) 20, 27, 36

8. সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গ .সা. গু. খুঁজি -  
(a) 28, 35 (b) 54,72 (c) 27, 63 (d) 25, 35, 45 (e) 48, 72, 96

9. নীচের সংখ্যাগুলির মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ল. সা. গু. খুঁজি। 
(a) 25, 80 (b) 36, 39 (c) 32, 56 (d) 36, 48 এবং 72 (e) 25, 35 এবং 45 (f) 32, 40 এবং 84 

Post a Comment

Previous Post Next Post