ভূগোল mcq প্রশ্ন ও উত্তর পর্ব - ৯
হ্যালো বন্ধুরা,
আজকে আমরা শেয়ার করব ভূগোলের mcq প্রশ্ন ও উত্তর পর্ব ৯ টি । এই ভূগোলের প্রশ্ন ও উত্তর গুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিতে সাহায্য করবে ।
1. ভারতের ব্যাঘ্র প্রকল্প কবে শুরু হয় ?
A) 1970 সালে
B) 1973 সালে
C) 1975 সালে
D) 1962 সালে
উত্তরঃ
B) 1973 সালে
2. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য কত ?
A) 40 কিমি
B) 41কিমি
C) 42 কিমি
D) 43 কিমি
উত্তরঃ
D) 43 কিমি
3. পৃথিবী অপসুর অবস্থান করে কোন দিন ?
A) 4 ঠা জুলাই
B) 21 শে জুন
C) 3 রা জানুয়ারি
D) 23 শে সেপ্টেম্বর
উত্তরঃ
A) 4 ঠা জুলাই
4. সূর্যকে বড়ো দেখায় কোন সময় ?
A) গ্রীষ্মকালে
B) বর্ষাকালে
C) শীতকালে
D) বসন্তকালে
উত্তরঃ
A) গ্রীষ্মকালে
5. কুলিক অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
A) মালদা
B) জলপাইগুড়ি
C) উত্তর দিনাজপুর
D) দক্ষিণ দিনাজপুর
উত্তরঃ
C) উত্তর দিনাজপুর
6. কোন নদীর মোহনায় কোন ব-দ্বীপ সৃষ্টি হয় নি ?
A) গোদাবরী
B) নর্মদা
C) কৃষ্ণা
D) কাবেরী
উত্তরঃ
B) নর্মদা
7. তিলাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
A) কংসাবতী
B) ভাগীরথী
C) দামোদর
D) ময়ূরাক্ষী
উত্তরঃ
C) দামোদর
8. ভারতের কোন শহরকে 'সূর্যোদয়ের শহর' বলা হয় ?
A) কলকাতা
B) আমেদাবাদ
C) দিসপুর
D) উদয়পুর
উত্তরঃ
D) উদয়পুর
9. পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি ?
A) কালাহারি
B) সাহারা
C) গোবি
D) থর
উত্তরঃ
B) সাহারা
10. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত সেকেন্ড ?
A) 500 সেকেন্ড
B) 600 সেকেন্ড
C) 400 সেকেন্ড
D) 700 সেকেন্ড
উত্তরঃ
সেকেন্ড
Tags:
Geography MCQ