দেশভিত্তিক মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহের তালিকা || List of first artificial satellites by country

দেশভিত্তিক মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহের তালিকা || List of first artificial satellites by country

     আজকে আমরা শেয়ার করব কোন দেশে কোন কৃত্রিম উপগ্রহ প্রথন উৎক্ষেপণ করেছে তার একটি তালিকা । এই আর্টিকেলের মাধ্যমে আমরা স্যাটেলাইট সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ।

দেশভিত্তিক মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহের তালিকা - 20 টি দেশের । 

 
দেশের নাম স্যাটেলাইট তারিখ
প্রথম স্যাটেলাইট ইউএসএসআর দ্বারা স্পুটনিক -1 04 অক্টোবর 1957
প্রথম আমেরিকান স্যাটেলাইট এক্সপ্লোরার- 1 1 ফেব্রুয়ারী 1958
প্রথম ব্রিটিশ স্যাটেলাইট এরিয়েল 1 26 এপ্রিল 1962
প্রথম কানাডিয়ান স্যাটেলাইট অ্যালুয়েট 1 29 সেপ্টেম্বর 1962
প্রথম ইতালিয়ান স্যাটেলাইট সান মার্কো 1 15 ডিসেম্বর 1964
প্রথম ফরাসি স্যাটেলাইট অ্যাস্টেরিক্স 26 নভেম্বর 1965
প্রথম জাপানি স্যাটেলাইট ওশুমি 11 ফেব্রুয়ারী 1970
প্রথম চাইনিজ স্যাটেলাইট ডং ফ্যাং হং আই 24 এপ্রিল 1970
নেদারল্যান্ডের প্রথম স্যাটেলাইট ANS 30 আগস্ট 1974
স্পেনের প্রথম স্যাটেলাইট ইন্টাসাত 15 নভেম্বর 1974
প্রথম ইসরায়েলি স্যাটেলাইট ওফেক ১ 19 সেপ্টেম্বর 1988
প্রথম পাকিস্তানি স্যাটেলাইট বদর-1 16 জুলাই 1990
ইরানের প্রথম স্যাটেলাইট সীনা 1 28 অক্টোবর 2005
ব্রাজিলের প্রথম স্যাটেলাইট Brasilsat A1 8 ফেব্রুয়ারি 1985
অস্ট্রেলিয়ার প্রথম স্যাটেলাইট WRESAT 29 নভেম্বর 1967
সৌদি আরবের প্রথম স্যাটেলাইট আরবসাত-1এ 8 ফেব্রুয়ারি 1985
দক্ষিন আফ্রিকার প্রথম স্যাটেলাইট সানসাট 23 ফেব্রুয়ারি 1999
থাইল্যান্ডের প্রথম স্যাটেলাইট থাইকম-1 18 ডিসেম্বর 1993
সুইডেনের প্রথম স্যাটেলাইট ভাইকিং 22 ফেব্রুয়ারি 1986

কৃত্রিম উপগ্রহ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ 

1. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ?
উত্তরঃ ভারতের প্রথম উপগ্রহের নাম হল আর্যভট্ট । ভারত এই কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করেছে 19 এপ্রিল 1975 সালে। ভারতের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টর নাম অনুসারে নামকরণ করা হয়েছে এই কৃত্রিম উপগ্রহটির। 
 
2. মহাকাশে কৃত্রিম উপগ্রহ গুলি কোথায় রাখা হয় ? 
উত্তরঃ পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা হয় । 400 কিমি উচ্চতায়, ISS 28,000 কিমি/ঘন্টা বেগে পাকখেতে থাকে এবং পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে মাত্র 92 মিনিটে। 

3. স্যাটেলাইটের কাজ কি ? 
উত্তরঃ একটি দেশে স্যাটেলাইটের বিভিন্ন কাজে লাগে । এটি আবহাওয়া সম্পর্কে আমাদের ডেটা প্রদান করে এবং যোগাযোগ গড়েতুলতে সাহায্য করে থাকে ।  

4. ভারতের উপগ্রহ সংখ্যা কয়টি ? 
উত্তরঃ 1975 সালে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট থেকে শুরু করে 2020 সালে স্যাটেলাইট CMS-01 পর্যন্ত 46 বছরে 120 টিরও বেশি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে । 

5. পৃথিবী থেকে স্যাটেলাইটের দূরত্ব কত ? 
উত্তরঃ বেশিরভাগ কৃত্রিম উপগ্রহগুলি 350 - 1,500 কিলোমিটার উচ্চতায় Karman Line-এর উপরে কক্ষপথে স্থাপন করা হয়।

6. স্যাটেলাইট কে আবিষ্কার করেন ? 
উত্তরঃ সের্গেই কোরোলেভ। 

Post a Comment

Previous Post Next Post