প্রাচীন ভারতের ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর পর্ব - ৬ // Ancient History (MCQ) Question and Answer pdf set - 6 in Bengali for competitive examination

প্রাচীন ভারতের ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর পর্ব - ৬ // Ancient History (MCQ) Question and Answer pdf set - 6 in Bengali for competitive examination

বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রাচীন ভারতের ইতিহাস mcq প্রশ্ন ও উত্তর পর্ব - ৬ || Ancient History (MCQ) Question and Answer pdf set - 6 

হ্যালো বন্ধুরা,
                আজকে আমরা শেয়ার করব mcq on ancient history || প্রাচীন ভারতের ইতিহাস mcq প্রশ্ন ও উত্তর সেট - ৬ । চাকরির পরীক্ষায় প্রস্তুত নিতে এই প্রাচীন ভারতের ইতিহাস mcq প্রশ্ন ও উত্তর সেটটি আপনাদের সাহায্য করবে । যেমন - WB PSC || WBCS || WB SSC || WB Police etc. Compitition Exam প্রাচীন ভারের ইতিহাস থেকে প্রশ্ন এসে থেকে । তাই আর বেশি দেরি না করে নীচের দেওয়া লিঙ্ক থেকে pdf টি Download করে নিন । 



এ ধরনের আরো চাকরির পরীক্ষার ইতিহাস প্রশ্ন ও উত্তর পড়ার জন্য আমাদের ইতিহাস পেজটি দেখুন।

 MCQ on Ancient History pdf in Bengali || প্রচীন ভারতের ইতিহাস mcq প্রশ্ন ও উত্তর । 

1. মেহেরগড় সভ্যতার প্রাচীনতম কৃষি যন্ত্রটির নাম কী ? 
a) বিটুমিনে নির্মিত কাস্তে
b) কাঠের লাঙল 
c) কুঠার 
d) হাড়ের তৈরী যন্ত্র 
উত্তরঃ 
        a) বিটুমিনে নির্মিত কাস্তে

2. সিন্ধু সভ্যতার  ইতিহাস জানার প্রধান উৎস কোনটি ? 
a) মুদ্রা 
b) সিন্ধুলিপি 
c) সিল 
d) প্রত্নতাত্ত্বিক ধাংসাবশেস 
উত্তরঃ 
        d) প্রত্নতাত্ত্বিক ধাংসাবশেস 

3. প্রাচীন ভারতের বানিজ্যের ইতিহাসের প্রকৃত অর্থে সুচনা হয় ............ যুগে । [2016 WBCS Main]
a) মৌর্য 
b) কুষাণ   
c) সিন্ধু 
d) পরবর্তী বৈদিক 
উত্তরঃ 
         c) সিন্ধু  

4. বৈদিক সাহিত্য কোন সময় রচিত হয় ? [2013 WBCS Prelim.]
a) 1000 খ্রিস্টপূর্বাব্দে 
b) 1500 - 1000 খ্রিস্টপূর্বাব্দে 
c) 3000 - 2500 খ্রিস্টপূর্বাব্দে 
d) 1200 - 1000 খ্রিস্টপূর্বাব্দে 
উত্তরঃ
        b) 1500 - 1000 খ্রিস্টপূর্বাব্দে 

5. নীচের কোনটি নাস্তিক অ আস্তিক তত্বের মধ্যে প্রধান অন্তর ? [UPSC 2005]  
a) পুনর্জন্মের তত্বের উপর বিশ্বাস 
b) ঈশ্বরের উপস্থিতিতে বিশ্বাস 
c) স্বর্গ এবং নরকের উপস্থিতিতে বিশ্বাস 
d) বৈদিক সাহিত্যের উপর বিশ্বাস 
উত্তরঃ 
       b) ঈশ্বরের উপস্থিতিতে বিশ্বাস 

6. মহাজান পন্থী বৌদ্ধ শাখার প্রসার ঘটেছিল কার রাজত্বকালে ? 
a) অশোক
b) কনিস্ক 
c) সমুদ্রগুপ্ত 
d) হর্ষবর্ধন 
উত্তরঃ 
        b) কনিস্ক 
 
7. ভারতের কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত ? [SSC Tax Assit. 2009] 
a) পশ্চিমবঙ্গ 
b) বিহার 
c) ওড়িয়া 
d) উত্তরপ্রদেশ 
উত্তরঃ 
        b) বিহার  

8. List -I এর সঙ্গে List - II মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করুন । [UPSC 2004]  
রাজা রাজ্য
A. প্রদ্যোত 1. মগধ
B. উদয়ন 2. বৎস
C. প্রসেনজিত 3. অবন্তী
D. অজাতশত্রু 4. কোশল
 
a) A - 1, B - 4, C - 2, D - 3 
b) A - 2, B - 3, C - 1, D - 4
c) A - 3, B - 2, C - 4, D - 1 
d) A - 4, B - 1, C - 3, D - 2
উত্তরঃ 
       c) A - 3, B - 2, C - 4, D - 1
 
9. মৌর্য শাসন কালে গ্রামের প্রধানকে কী বলা হত ? 
a) গ্রামিক 
b) স্থানিক 
c) বলাধ্যক্ষ 
d) গোপ 
উত্তরঃ 
        a) গ্রামিক 

10. নীচের কোনটি ঠিক - 
a) কুরাল : কম্বন 
b) অহনানুর : পরানর 
c) পুরানানুরু : মামননার 
d) সিলাপ্পাদিকরম : ইলানগো আদিগাল 
উত্তরঃ 
        d) সিলাপ্পাদিকরম : ইলানগো আদিগাল 

Post a Comment

Previous Post Next Post